দেশ
‘প্রধানমন্ত্রী পদের মর্যাদা রাখতে PM CARES-এর হিসাব দিন’, মোদিকে চিঠি ১০০ প্রাক্তন আমলার!
নিজস্ব প্রতিনিধি : গতবছর মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম কেয়ারস (PM CARES) নামক একটি তহবিল খোলা হয়েছিল। করোনা পরিস্থিতিতে আমজনতার পাশে দাঁড়াতে এই পিএম কেয়ারস তহবিলের সৃষ্টি। এমনই উদ্দেশ্য এই ফান্ডের সেটাই আমজনতাকে বলা হয়। এই তহবিল খোলার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে নতুন বছরেরও PM CARES তহবিল নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না।
প্রায় ১০০ জন প্রাক্তন আমলা এবার এই বিতর্কিত তহবিলের তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানালেন। এই আবেদন নিয়ে তাঁরা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন।
চিঠিতে প্রাক্তন আমলাদের দাবি, ‘প্রধানমন্ত্রীর পদের বিশেষ মর্যাদা রয়েছে। তা কোনওভাবেই ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। তাই স্বচ্ছতা বজায় রাখতে এই তহবিলের হিসেবনিকেশ দ্রুত প্রকাশ করা উচিৎ।’
প্রাক্তন আমলাদের কথায়, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদের মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রীর সমস্ত আর্থিক লেনদেন বিষয়ে স্বচ্ছতা বজায় থাকা জরুরি।তাঁদের প্রতি আনুগত্য বজায় রাখতেই এই তহবিলে কত টাকা জমা পড়েছে, কত টাকা খরচ হয়েছে, সেই সমস্ত তথ্য প্রকাশ করা দরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এই চিঠিতে স্বাক্ষর করেছেন ১০০ জন প্রাক্তন আমলা। তাঁদের মধ্যে রয়েছেন অনিতা অগ্নিহোত্রী, এসপি অ্যাম্ব্রোস, শরদ বেহার, সাজ্জাদ হাসান, হর্ষ মন্ডের, পি জয় ওমেন, অরুনা রয় প্রমুখ আমলা।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বহুবার এই তহবিলের জমাখরচের হিসেব প্রকাশের দাবি উঠেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটেনি।
দেশ
কৃষি আন্দোলনে মৃতের তথ্য দিতে ব্যর্থ কেন্দ্র, মিলবে না ক্ষতিপূরণও!
নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু মাস ধরে দেশে চলছে কৃষি আন্দোলন। নতুন কৃষি আইন তুলে নেওয়ার দাবিতেই কৃষকদের এই বিরোধ। নানান সময় কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের আলোচনা সভা হলেও মেলেনি কোন সমাধান। কেন্দ্র বা কৃষক কেওই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়। এই আন্দোলন রুখতে মরিয়া সরকার। কাজের বহু কৃষক নিজেদের প্রাণ ত্যাগ করেছেন এই আন্দোলনে।
কিন্তু দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের কতজন এখনও পর্যন্ত মারা গিয়েছেন সে বিষয়ে কোন নথি নেই মোদি সরকারের কাছে। গত মঙ্গলবার কৃষি মন্ত্রক এমনটাই জানিয়েছে। আন্দোলনে যে সমস্ত কৃষক প্রাণ ত্যাগ করেছেন তাদের কৃষকেরা ‘শহিদ’ বললেও কেন্দ্রের কাছে তারা তা নন। কাজেরই মৃতদের পরিবারকে সরকারের তরফে দেওয়া হবে না কোনও রকম ক্ষতিপূরণ।
মূলত গত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দিল্লি সীমানায় চলতে তাহলে কৃষি আন্দোলন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়-সহ ২৯ সাংসদ বেশ কিছু প্রশ্ন করেন। তাদের সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রের তরফে এই সমস্ত তথ্য গুলি জানানো হয়েছে। শুধু তাই নয়, এখন অব্দি ১১ দফা কেন্দ্র-কৃষি বৈঠক হয়ে গেলেও কতগুলি কৃষি সংগঠন এই আন্দোলনের সাথে যুক্ত সেই বিষয়েও তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে।