Connect with us

প্রযুক্তি

শীতের আগেই পুড়ে ছাই বহু ঝুপড়ি, ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়!

Published

on

Social Update Bengali News Image

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বিকালের দিকে পার্ক সার্কাসের কাছে তপসিয়া এলাকার বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ৫০ থেকে ৬০টি ঝুপড়ি। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর নাগাদ ওই বসতি এলাকায় আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে ‌পড়ে আগুন।

সেখানে মোবিল ও তেলের কারখানা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্য, সামনেই জাঁকিয়ে শীত পরতে চলেছে, এই শীত কীভাবে কাটাবেন গৃহহীন তপসিয়াবাসীরা ?

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রযুক্তি

‘100% নিশ্চিত থাকতে পারেন’, ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে জানালো হোয়াটসঅ্যাপ!

Published

on

Social Update Bengali News Image
Image Source Pixabay

নিজস্ব প্রতিনিধি : বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ আনকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তথ্য আদান-প্রদানের ভাল মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপ-এর প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক হল, আপনার মোবাইল নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিময়ের প্রকৃতি, লেনদেনের তথ্য, লোকেশন হিস্ট্রি এবং আরও একাধিক তথ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তুলে দিতে পারে Facebook-কে।

Social Update Bengali News Image
Image Source Twitter

হোয়াটসঅ্যাপের নতুন পলিসি তে সম্মতি আপনি এখনই বা পরে জানাতে পারেন। কিন্তু ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্মতি না দিলে এই অ্যাপের পরিষেবা আর পাবেন না। হোয়াটসঅ্যাপ ইউজার প্রাইভেসি পলিসি বদল সংক্রান্ত নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফেরাতে শুরু করেছেন গ্রাহকরা। এবার সেই বিতর্কের মাঝেই হোয়াটসঅ্যাপ মুখ খুলল।

এদিন হোয়াটসঅ্যাপের তরফে একটি ট্যুইট করে বলা হচ্ছে, ‘বাজারে গুজব রটছে, আর তার উত্তরে আমরা জানাতে চাই যে, এন্ড টু এন্ড এনক্রিপশনে আপনার গোপন মেসেজ যে WhatsApp সুরক্ষিত রাখবে সে বিষয়ে 100% নিশ্চিত থাকতে পারেন।’ তাদের দাবি হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজ থেকে শুরু করে গ্রুপ চ্যাট, কন্ট্যাক্টস, কলস, এবং ডেটা সবই সুরক্ষিত থাকবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ যেখানে বলছে গ্রাহকের সব তথ্য নিরাপদেই রয়েছে, তা সত্ত্বেও তো Google সার্চে তথ্য ফাঁস হচ্ছে গ্রাহকদের। WhatsApp-এর জবাব, আপনারা চাইলে মেসেজ তো অদৃশ্যও করে দিতে পারেন ডিসঅ্যাপিয়ার মেসেজ (disappear messages) ফিচারের সাহায্যে, তাই ইউজারের তথ্য ফাঁস করে দেওয়ার কোনও প্রশ্নই ওঠা উচিত নয়।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট