প্রযুক্তি
ডিসেম্বরের আগেই ভারতে লঞ্চ হবে Moto G 5G।
নিজস্ব প্রতিনিধি – ট্রিপল রেয়ার ক্যামেরা সেট Moto G লঞ্চ করল Motorola; সঙ্গে রয়েছে ফাইভ জিবি কানেক্টিভিটি। যদিও এটি ভারতে লঞ্চ হয়নি।এই সংস্থা ইউরোপে Moto G 5G-র সঙ্গেই Moto G9 Play এবং Moto G9 Power স্মার্টফোন দুটি লঞ্চ করেছে।
Moto G 5G কে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি উত্তেজিত গ্রাহকরা। তার কারণটি পরিষ্কার ; সংস্থার সুত্রে জানাগেছে , অন্যান্য 5G স্মার্ট ফোন হিসেবে Moto G 5G অনেক বেশ সস্তার।Moto G 5G স্মার্টফোনটি 4GB এবং 64GB ভ্যারিয়্যান্টসে লঞ্চ করেছে। ইউরোপে ফোনটির দাম ৩৪৯ ইউরো, ভারতীয় মূল্যে প্রায় ৩০,০০০।
ফোনটির 6GB RAM/128GB ভ্যারিয়্যান্টসের দাম ৩৯৯ ইউরো, ভারতীয় মূল্যে ৩৪,৯০৬ টাকা। ফোনটি ইতিমধ্যেই ইউরোপিয়ান মার্কেটে বহুল পরিমাণে পাওয়া যাচ্ছে। অপরপক্ষে, এই ফোনটি ল্যাতিন আমেরিকা, মিডল ইস্ট এবং এশিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি চলে আসবে।
ভারতে শীঘ্রই এই Moto G 5G ফোনটি আসতে চলেছে।Moto G 5G স্মার্টফোনটি ফ্রস্টেড সিলবার এবং ভলক্যানিক গ্রে কালারের পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশনস – Moto G 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির Max Vision FHD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90hz এবং রেজোলিউশন 2400×1080 পিক্সেলস। পাওয়ারের দিক থেকে Moto G 5G স্মার্টফোনে রয়েছে Snapdragon 750G চিপসেট, যা 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেয়ার করা আছে।
প্রযুক্তি
‘100% নিশ্চিত থাকতে পারেন’, ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে জানালো হোয়াটসঅ্যাপ!
নিজস্ব প্রতিনিধি : বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ আনকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তথ্য আদান-প্রদানের ভাল মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপ-এর প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক হল, আপনার মোবাইল নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিময়ের প্রকৃতি, লেনদেনের তথ্য, লোকেশন হিস্ট্রি এবং আরও একাধিক তথ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তুলে দিতে পারে Facebook-কে।
হোয়াটসঅ্যাপের নতুন পলিসি তে সম্মতি আপনি এখনই বা পরে জানাতে পারেন। কিন্তু ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্মতি না দিলে এই অ্যাপের পরিষেবা আর পাবেন না। হোয়াটসঅ্যাপ ইউজার প্রাইভেসি পলিসি বদল সংক্রান্ত নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফেরাতে শুরু করেছেন গ্রাহকরা। এবার সেই বিতর্কের মাঝেই হোয়াটসঅ্যাপ মুখ খুলল।
এদিন হোয়াটসঅ্যাপের তরফে একটি ট্যুইট করে বলা হচ্ছে, ‘বাজারে গুজব রটছে, আর তার উত্তরে আমরা জানাতে চাই যে, এন্ড টু এন্ড এনক্রিপশনে আপনার গোপন মেসেজ যে WhatsApp সুরক্ষিত রাখবে সে বিষয়ে 100% নিশ্চিত থাকতে পারেন।’ তাদের দাবি হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজ থেকে শুরু করে গ্রুপ চ্যাট, কন্ট্যাক্টস, কলস, এবং ডেটা সবই সুরক্ষিত থাকবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ যেখানে বলছে গ্রাহকের সব তথ্য নিরাপদেই রয়েছে, তা সত্ত্বেও তো Google সার্চে তথ্য ফাঁস হচ্ছে গ্রাহকদের। WhatsApp-এর জবাব, আপনারা চাইলে মেসেজ তো অদৃশ্যও করে দিতে পারেন ডিসঅ্যাপিয়ার মেসেজ (disappear messages) ফিচারের সাহায্যে, তাই ইউজারের তথ্য ফাঁস করে দেওয়ার কোনও প্রশ্নই ওঠা উচিত নয়।