প্রযুক্তি
নতুন বছরে মোবাইলের রিচার্জ প্ল্যানের দাম ২০% বাড়তে চলেছে!
নিজস্ব প্রতিনিধি : বছর ২০২০ টি কারওরই তেমন ভালো যাচ্ছে না। সকলেই অপেক্ষা করে আছে নতুন বছরের। আর একমাস পরেই নতুন বছর শুরু হয়ে যাবে। কিন্তু বছরের শুরুতেই যেন পকেট থেকে খসতে চলেছে বেশ কিছু টাকা। ২০২১-এর শুরু থেকেই বাড়তে চলেছে মোবাইলে রিচার্জ প্ল্যানের দাম।
সম্প্রতি ইকোনমিক টাইমস (Economic Times)-এর প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরুতেই মাশুল বৃদ্ধি করতে চলেছে ভোডাফোন আইডিয়া (Vi) ও এয়ারটেল (Airtel)। এরমধ্যে Vi ১৫-২০% মাশুল বৃদ্ধি করবে।
মোবাইল সংস্থা এয়ারটেল (Airtel) এবং রিলায়েন্স Jio-র সঙ্গে টক্করে কিছুটা পিছিয়ে পড়েছে Vi, তবে সম্প্রতিক দেশের দ্রুততম 4g নেটওর্য়াকের মর্যাদা পেয়েছে এই সংস্থা।
ভারতী এয়ারটেল (Airtel)-এর মাশুল বৃদ্ধির সঠিক অঙ্ক না জানা গেলেও, রিলায়েন্স Jio এবং Vi – এর পরই সংস্থা সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করেই, ডিসেম্বরেই মাশুল বৃদ্ধি করতে পারে ভোডাফোন-আইডিয়া [Vi]। এমনকী ২৫% পর্যন্ত মাশুল বৃদ্ধির আলোচনা চললেও, তার তুলনায় কমই বাড়বে বলে বিশেষজ্ঞের ধারণা।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ২০১৯-এর ডিসেম্বরে শেষবার মাশুল বৃদ্ধি করেছিল রিলায়েন্স Jio, ভোডাফোন ও এয়ারটেল। মনে রাখা জরুরি, এর আগে এক বিবৃতিতে ভোডাফোন-আইডিয়া (Vi)-এর MD রবিন্দর টক্কর বলেছিলেন, বর্তমানের ‘মাশুল গ্রহণযোগ্য নয়’ এবং প্রয়োজনে প্রথমবার মাশুল বৃদ্ধি থেকে তাঁরা ‘পিছপা’ হবেন না।
প্রযুক্তি
‘100% নিশ্চিত থাকতে পারেন’, ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে জানালো হোয়াটসঅ্যাপ!
নিজস্ব প্রতিনিধি : বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ আনকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তথ্য আদান-প্রদানের ভাল মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপ-এর প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক হল, আপনার মোবাইল নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিময়ের প্রকৃতি, লেনদেনের তথ্য, লোকেশন হিস্ট্রি এবং আরও একাধিক তথ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তুলে দিতে পারে Facebook-কে।
হোয়াটসঅ্যাপের নতুন পলিসি তে সম্মতি আপনি এখনই বা পরে জানাতে পারেন। কিন্তু ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্মতি না দিলে এই অ্যাপের পরিষেবা আর পাবেন না। হোয়াটসঅ্যাপ ইউজার প্রাইভেসি পলিসি বদল সংক্রান্ত নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফেরাতে শুরু করেছেন গ্রাহকরা। এবার সেই বিতর্কের মাঝেই হোয়াটসঅ্যাপ মুখ খুলল।
এদিন হোয়াটসঅ্যাপের তরফে একটি ট্যুইট করে বলা হচ্ছে, ‘বাজারে গুজব রটছে, আর তার উত্তরে আমরা জানাতে চাই যে, এন্ড টু এন্ড এনক্রিপশনে আপনার গোপন মেসেজ যে WhatsApp সুরক্ষিত রাখবে সে বিষয়ে 100% নিশ্চিত থাকতে পারেন।’ তাদের দাবি হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজ থেকে শুরু করে গ্রুপ চ্যাট, কন্ট্যাক্টস, কলস, এবং ডেটা সবই সুরক্ষিত থাকবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ যেখানে বলছে গ্রাহকের সব তথ্য নিরাপদেই রয়েছে, তা সত্ত্বেও তো Google সার্চে তথ্য ফাঁস হচ্ছে গ্রাহকদের। WhatsApp-এর জবাব, আপনারা চাইলে মেসেজ তো অদৃশ্যও করে দিতে পারেন ডিসঅ্যাপিয়ার মেসেজ (disappear messages) ফিচারের সাহায্যে, তাই ইউজারের তথ্য ফাঁস করে দেওয়ার কোনও প্রশ্নই ওঠা উচিত নয়।