বিশেষ
গাধার মল দিয়ে ভেজাল মশলা তৈরি! উত্তরপ্রদেশে গ্রেপ্তার ‘হিন্দু যুব বাহিনী’র নেতা।
নিজস্ব প্রতিনিধি : যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে দীর্ঘদিন ধরেই ভেজাল মশলা তৈরির অভিযোগ উঠে আসছে। এবার এমনি এক বেআইনি কারখানা বন্ধ করল প্রশাসন। গাধার মল থেকে শুরু করে অ্যাসিড, ভুষো, গোবর ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হত নকল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো এর মত মশলা। তারপর এই মশলা স্থানীয় মার্কেটে বিক্রি হত, ব্যাবহার করা হতো নামি কোম্পানির নকল প্যাকেজিং।
বার বার স্থানীয়দের অভিযোগ এরপরে পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত এই ঘটনা সামনে এল। ইতিমধ্যে কারখানার মালিক তথা ‘হিন্দু যুব বাহিনী’র সদস্য অনুপ ভারসনেকে আটকও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩০০ কেজিরও বেশি ভেজাল মশলা।
সূত্র মারফত জানা গিয়েছে, হাথরাসের ওই স্থানে দীর্ঘদিন ধরেই চলছিল ভেজাল মশলা তৈরির কারখানাটি। এই ভেজালের কারবার চালিয়ে আসছিল অনুপ ভার্সনে নামে ওই ব্যক্তি। সে আবার ‘হিন্দু যুব বাহিনী’র স্থানীয় নেতা। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০২ সালে এই সংগঠনটি গঠন করেছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে হাথরাসের নবিপুর এলাকার ওই কারখানাটিতে অভিযান চালায় উত্তর প্রদেশে পুলিশের একটি বিশেষ দল। তখনও ওই সব ভেজাল মশলা তৈরি হচ্ছিল। উপস্থিত ছিলেন অনুপ। এরপরই উদ্ধার হয় লঙ্কা, ধনে, গরম মশলা, হলুদের মতো ভেজাল গুঁড়ো মশলা। এইসব মশলা তৈরি করতে ব্যাবহার করা হচ্ছিল গাধার মল, রাসায়নিক রং, নানান রকম তেল, অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থ। উদ্ধার হয় সে সব কাছ মশলাও।
বিশেষ
টিআরপি স্ক্যাম : অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল!
নিজস্ব প্রতিনিধি : সিএএ, এনআরসি হোক বা সুশান্ত সিং মৃত্যু মামলা, উদ্ধব সরকারের সঙ্গে সংঘাত হোক বা টিআরপি কেলেঙ্কারী, গত বছরেই একাধিক বিতর্কে জড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।
বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। গত বছর অক্টোবর মাসে টিআরপি তালিকায় দেশে শীর্ষে থাকা এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং।
[ আরো পড়ুন : গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!]
তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য অনৈতিকভাবে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, একাধিকবার বার্ক-প্রধান ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ।
গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মামলায় এক ম্যাজিস্ট্রেট কোর্টে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ‘রিমান্ড নোট’ জমা দেয় মুম্বই পুলিশ। যে অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, নিজস্ব পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলে টিআরপি এরপর করেছেন।
[ আরো পড়ুন : গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি! ]
এবার অর্ণব গোস্বামী এবং বার্কের সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এ অর্ণব গোস্বামীর কিছু বক্তব্যের স্কিনশর্ট টুইটারে শেয়ার করা হয়েছে। সেই চ্যাটে টিআরপি কেলেঙ্কারি সাথে সম্পর্কিত অর্নবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সিইও পার্থ দাশগুপ্ত মুম্বাই পুলিশি জেরায় অর্ণবের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথাও কবুল করেছেন। আর সেই টাকা নিয়েই রিপাবলিক টিভির দর্শক সংখ্যা বাড়াতে তিনি কারচুপি করেছিলেন বলে জানিয়েছিলেন পুলিশকে।