Connect with us

বিনোদন

ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।

উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।

উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।

আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।

সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।

বিনোদন

রশ্মি রকেট, অ্যাথলেটিক্স এর চরিত্রে তাপসী পান্নু।

Published

on

Social Update Bengali News Image
Image Source Zee5

নিজস্ব প্রতিনিধি : শুটের প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করছেন ভারতীয় চলচ্চিত্র জগতের বহুমুখী শিল্পী তাপসী পান্নু। শীঘ্রই আসন্ন নিজের চতুর্থ সিনেমা ‘রশ্মি রকেটের’ জন্য উঠেপড়ে লেগেছেন। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি স্টিল ছবি আপলোড করেছেন যেখানে তিনি অ্যাথলেটিক্স এর কস্টিউম পড়ে ট্রাক লাইনে দৌড়াচ্ছেন।

ছবির সাথে সাথে এও লিখেছেন যে, “শেষ লাইনের অর্ধেক পর্যন্ত যেতে পেরেছি। চরিত্রের সঙ্গে সঙ্গে পা, ম্যাসেল সবের কাজই চলছে”।

সম্প্রতি ঝাড়খন্ডে ফিল্মের সমাপ্তি পর্ব, শুটিং সময় সবকিছুই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সাথে এও লিখেছেন যে, “আপাতত রাঁচি র সময়সীমা এই পর্যন্তই। অবশেষে ট্রাক লাইনের শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এইরকম দুর্ধর্ষ চরিত্রে প্রথম অভিনয় করছি, যেখানে যুগ যুগ ধরে প্রতিনিয়ত অ্যাথলেটিক্স রা এই কাজটি করে যাচ্ছে। আমি আনন্দিত যে আসল জীবনে এরকম কিছুর মধ্যে আমার জীবন শুরু হয়নি”।

অভিনেত্রী স্বয়ং ঝাড়খণ্ড শহরটির প্রেমে পড়ে গেছেন। প্রথম বার এই শহরে এসে কাজ করার অভিজ্ঞতা সত্যি বলে ব্যক্ত করতে পারছেন না তিনি। শেষে তিনি সুস্বাদু লিট্টি- চোখার প্রশংসা করতেও ভোলেন নি।

তাপসীর টুইট এ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রীকে। মুখ্যমন্ত্রী খুবই আনন্দিত আনন্দিত তার এই সুন্দর শহরটির কদর লোকমুখে ছড়িয়ে পড়াতে। সাথে মুখ্যমন্ত্রী জানান যে, “আমরা খুবই একাগ্রতার সঙ্গে খেলাধুলা এবং খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকা খেলোয়াড়দের বিকাশে সহায়তা করবো। সঙ্গে ট্যুরিজম এবং ইকো-ট্যুরিজমের কথা মাথায় রেখে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট