Connect with us

বিনোদন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ভুয়ো খবর প্রচার, গ্ৰেপ্তার এক আইনজীবী।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : দিল্লির এক বাসিন্দা পেশায় আইনজীবী, সুশান্ত সিং রাজপুত এবং দিশা সালিয়ান মৃত্যু মামলায় মিথ্যা অভিযোগ করেছে। আর সেই অভিযোগের দায়ে মুম্বাই পুলিশের সাইবার সেল তাকে গ্রেপ্তার করেছে।অভিযুক্তের নাম বিভোর আনন্দ। সূত্র মারফত জানা গেছে, পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে এসেছিল, যেখানে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। আরও জানা গেছে, মুম্বই পুলিশ বিভোর আনন্দকে পুনরায় পুলিশ হেফাজত নিতে চাইছে।

পুলিশ কর্মকর্তাদের মতে, বিভোর আনন্দ সুশান্ত সিং রাজপুত মামলা এবং দিশা স্যালিয়ান মৃত্যু মামলায় বেশ কয়েকটি মিথ্যা অভিযোগ দায়ের করার সাথে জড়িত ছিলেন।কপস বলেছে যে তিনি মৃত্যুর মামলায় বেশ কয়েকটি জাল ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করেছিলেন মহারাষ্ট্র সরকারকে বদনাম করার জন্য।অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য মুম্বই পুলিশ গত মাসে একজনকে গ্রেপ্তার করেছিল।

মুম্বই পুলিশ জানিয়েছে, ভিডিওগুলিতে রাজ্য সরকার এবং সিটি পুলিশের “মানহানিকর” এবং “চিত্রটিকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে” বলে প্রমাণিত হয়েছে।পুলিশ জানিয়েছে, শুধু অভিনেতার নামে নয়, বিভোর আনন্দ দিশা সালিয়ানের প্রাণহানি নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন। দিশা সালিয়ান সুশান্ত সিং রাজপুতের সেক্রেটারি ছিলেন। অভিনেতা এই বছরের ১৪ ই জুন আত্মঘাতী হয়ে মারা যান। অভিনেতার প্রাণ হারানোর কিছু দিন আগেই মৃত্যু হয় তাঁর সেক্রেটারির। এই ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন যে, মৃত্যুর আগে সালিয়ানকে ধর্ষণ করা হয়েছিলএবং বেশ কয়েকটি অসামান্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন তিনি। মুম্বাইয়ের একটি আবাসিক নির্মাণের ১৪ তলা থেকে পড়ে আট জুন মারা গিয়েছিলেন মিসেস সালিয়ান।

মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং বলেছিলেন, “মিডিয়াতে একটি ভুয়া গল্প শুরু হয়েছিল যে মুম্বই পুলিশ খারাপ কাজ করেছে, যার জন্য আমরা প্রচুর নির্যাতনের মুখোমুখি হই। কিন্তু আমরা আমাদের তদন্ত সম্পর্কে সর্বদা নিশ্চিত ছিলাম”।গত মাসে, মুম্বাই পুলিশ সোশ্যাল মিডিয়ায় মহিলাদের প্রতি অবমাননাকর সামগ্রী পোস্ট করার অভিযোগে একজন পুড়ক এবং সাংবাদিক হিসাবে প্রকাশিত ইউটিউবারকে গ্রেপ্তার করেছিল।

এক মহিলার সমালোচনার অভিযোগে, পুলিশ সাংবাদিক হওয়ার ছদ্মবেশে মিঃ চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির ন্যায় আপত্তিজনক অপরাধের জন্য অভিযুক্ত করে। পুলিশ জানিয়েছিল, ব্যক্তিটি স্বীকার করে নিয়েছিল যে সে সাংবাদিক নয় এবং ইনস্টাগ্রামের অনুরূপ তার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ফলোয়ার বাড়ানোর জন্য সিনেমাগুলি আমদানি করছিল সে।একাধিক ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে, যার মাধ্যমে ভুয়ো খবর জনগণের কাছে পৌঁছে দেওয়া হতো। সেই সমস্ত ভুয়ো অ্যাকাউন্ট এবং সংবাদ চ্যানেলগুলির বিরুদ্ধে বলিউডের বিভিন্ন প্রোডাকশনহাউজ মানহানির মামলা দায়ের করেছে।

বিনোদন

ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।

উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।

উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।

আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।

সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট