ক্রীড়া প্রাঙ্গণ
৬৪৪ তম গোল করে পেলের রেকর্ড ভাঙলেন মেসি।
সৌমেন্দু বাগ : বুধবার মাঝরাতে বার্সেলোনার হয়ে ৬৪৪ তম গোল টি করে পেলের এক ক্লাবের হয়ে সবথেকে বেশি গোল করার বিশ্বরেকর্ড ভেঙে ফেললেন লিওনেল মেসি।
ব্রাজিলিয়ান কিংবদন্তী তাঁর সান্তোস ক্লাবের হয়ে ৬৪৩ টি গোল করেছিলেন যা পার করে প্রায় অসম্ভব ছিলো। কিন্তু সেই অসম্ভব কেই সম্ভব করলেন ফুটবলের আরেক রাজপুত্র তাঁরই মহাদেশের লিওনেল মেসি। মেসি লা লিগায় ভালাদয়িড এর বিরুদ্ধে ৬৫ তম মিনিটে রেকর্ড-ভাঙা গোল টি করেন।
ম্যাচে ইতিমধ্যে বার্সেলোনা ২ গোলে এগিয়ে ছিলোই তখন পেদ্রি মেসিকে ব্যাকহিলে একটা পাস দিলে, ৩৩ বছর বয়সী কিংবদন্তি কোনো ভুল করেননি বল টিকে জালে আটকে দিতে। সেইসঙ্গে বার্সেলোনাও ৩ গোলে এগিয়ে যায়।
যদিও এর আগের ম্যাচেই ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মেসি ৬৪৩ তম গোল টি করে পেলের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন, কিন্তু সেই ম্যাচ বার্সা ২-২ স্কোরলাইনে ড্র করে। আজ মেসি বিশ্বরেকর্ড করার সাথে সাথে দলের জয় ও সুনিশ্চিত করেন আর সেইসঙ্গে লীগ জয়ের দাবিদার হিসেবে পাঁচ নম্বর স্থানে উঠে আসে।
এই রেকর্ড যেন মেসির কাছে ‘আরেকটা’ রেকর্ডের মতো যিনি তেরো বছর বয়সে বার্সেলোনা আসেন আর সতেরো বছর বয়সে প্রথম প্রতিযোগীতা ম্যাচ খেলেন, তাঁর দীর্ঘ বার্সা- জীবনে এই রেকর্ড আরেকটি নতুন পালক মাত্র।
মেসি বার্সেলোনার হয়ে ১০ টি লা লীগা, ছটি কোপা ডেল রে আর ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। নিজে জিতেছেন সর্বোচ্চ ছবার ব্যালন ডি ওর।
যদিও এই মরসুমের শুরুতেই মেসির বার্সা বিদায় সম্পর্কে নানা তথ্য উঠেছিল, প্রায় একরকম নিশ্চিত হয়েই গিয়েছিল তাঁর বিদায়। কিন্তু শেষ পর্যন্ত এই ক্লাবেই থেকে গেলেন তিনি আর রেকর্ড টিও করে ফেললেন।
ক্রীড়া প্রাঙ্গণ
মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় রাহানের নেতৃত্বাধীন ভারতের।
বিক্রম দাঁ : অ্যাডিলেড টেস্ট ম্যাচে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল ভারতীয় দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ছিলেন না প্রথম দলের চার তারকা। আর মেলবোর্নে ভারতের রেকর্ডও খুব একটা সুখকর ছিল না। কিন্তু এ হেন প্রতিকূলতার মধ্যেই অজিঙ্কে রাহানের ভারত দেখিয়ে দিয়েছে, এভাবেও ফিরে আসা যায়।
বক্সিং ডে টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে যেন রূপকথার কাহিনি লিখে ফেলেছে টিম ইন্ডিয়া। তাই এই টেস্ট জয়ের স্বর্ণ পদক তার এই প্রাপ্য। অনবদ্য ঠান্ডা মাথার অধিনায়কত্ব হোক, কিংবা ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, দ্বিতীয় টেস্টে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আজিংকে রাহানে । তাই এদিন টুইট করে ক্যাপ্টেন বিরাট কোহলিও রানের প্রশংসায় পঞ্চমুখ।
ম্যাচের আগে বিরাট বা সামির অনুপস্থিতি হোক বা খেলা চলাকালীন উমেশ যাদব এর ছোট হাওয়ার পরেও বোলিং ম্যানেজমেন্ট হোক সব দিকেই দারুন প্রতিভার পরিচয় দিয়েছে জিংকস। তবে এই ম্যাচ জেতার পর অধিনায়ক দলের ডেবিউ টান্টস সিরাজ আর শুভমণ এর অসাধারণ পারফরমেন্স এর কথা বলেছেন। আর বলবেননাই বা কেনো? ইশান্ত শর্মা ছিলেন না টেস্ট এ সেই জন্য তৃতীয় সিম বোলার হিসেবে যাদব সুযোগ পায়। তাতেই ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টকে দুর্বল বলেছিলেন অনেক ক্রিকেটর।
সমি দল থেকে বেরিয়ে গেলে সেখানে সিরাজ এর নতুন ও পুরনো বলে উইকেট নেওয়া র দক্ষতাই দারুন কাজে এসেছে ভারতের। এর পর গিল , আসন্ন দশ বছরে ব্যাটিং এ যে গিল এর রাজত্ব চলতে পারে এমনটা অনেক ক্রিকেটার বলছেন। যেমন টেকনিক তেমন শর্ট সিলেকশন । ভারতীয় ব্যাটিং এর ভবিষ্যত যে বেশ উজ্জ্বল তা বেশ পরিস্কার।
কোহলির নেতৃত্বেই প্রথম ম্যাচে লজ্জার সেই রেকর্ডটি করতে হয়েছে ভারতকে। তারপর আবার পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন বিরাট। মেলবোর্ন টেস্টের আগে দল ছিল ছত্রভঙ্গ। ৪-০ তে হারের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছিল দলকে। সেই আশঙ্কাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেলবোর্নে জয়ের শিরোপা উঠেছে ভারতের মাথায়। ক্যাপ্টেন কোহলি তাই বলছেন,”কী অসাধারণ জয়! গোটা দলের পারফরম্যান্স অনবদ্য। ছেলেদের জন্য অত্যন্ত খুশি। বিশেষ করে রাহানের জন্য। এর চেয়ে খুশির খবর হতে পারে না। এরপর আমাদের শুধু উপরের দিকে ওঠার পালা।