বিনোদন
অভিনেতা মিঠুন চক্রবর্তী মুসৌরিতে শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ।
নিজস্ব প্রতিনিধি : অভিনেতা মিঠুন চক্রবর্তী কাজের প্রতি বরাবরের নিষ্ঠা বেশি থাকায় প্রবল অসুস্থতা থাকা সত্ত্বেও কাজ বন্ধ রাখেন না। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে টলিউড বলিউড কাঁপিয়ে রেখেছেন।
এবার সিনেমার মহাগুরু মিঠুন চক্রবর্তী শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। মুসৌরিতে বিবেক রঞ্জন এর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’এর শুটিং করছিলেন তিনি। সেখানেই শুটিং চলাকালীন পেটের সমস্যায় কাবু হয়ে পড়েন। মিঠুনের অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে মুষড়ে পড়ে মহাগুরুর অনুরাগীরা।
এ বিষয়ে ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী জানিয়েছেন,”এদিন সকাল থেকেই অসুস্থ ছিলেন মিঠুন। প্রবল পেটের ব্যথায় কষ্টও পাচ্ছিলেন তিনি। তবুও চালিয়ে যাচ্ছিলেন শুটিং এর কাজ। এমনকি বাকিদের উৎসাহ দিচ্ছিলেন তাড়াতাড়ি কাজ শেষ করার।” পরিচালক বিবেক রঞ্জন জানান, “এতদিনে মিঠুনকে কেউ এত অসুস্থ অবস্থায় কাজ করতে দেখেনি। এত সমস্যা নিয়েও তিনি সকলের কথা ভেবে কাজ চালিয়ে গিয়েছিলেন। প্রচন্ড যন্ত্রণাতেও ক্ষতির কথা ভেবে কাজ বন্ধ হতে দেননি। শেষে একদম কাবু হয়ে পড়েন তিনি।”
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেতা মিঠুন ভারতীয় বিনোদনের জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। একের পর এক সেরা কাজ করে মজিয়ে রেখেছেন গটা দুটো প্রজন্মকে।
বিনোদন
ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।
নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।
উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।
উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।
আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।
সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।