Connect with us

বিশেষ

বিক্রির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর সংসদীয় অফিসের বিজ্ঞাপন OLX-এ !

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞাপন OLX-এ। অনলাইন ই-কমার্স সাইট OLX-এ রীতিমতো সাজিয়ে গুছিয়ে ছবি পোস্ট করা হয় নরেন্দ্র মোদির বারাণসীর সাংসদ কার্যালয়টির। দেওয়া হয় বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পরেই এই ঘটনা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পরে। ভাইরাল হতে শুরু করে বিজ্ঞাপনের স্ক্রীনশট।

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সেই কার্যালয় কে একটি ভিলা হিসাবে রেজিষ্টার করা হয়েছে ওই বিজ্ঞাপনে। ‘মোদী’র এই ‘ভিলা’তে নাকি রয়েছে চারটি ঘর, চারটি শৌচাগার। ফাঁকা পড়ে আছে প্রায় সাড়ে ৬ হাজার স্কয়্যার ফুট জায়গা। পোস্ট করা হয় বাড়িটির খুঁটিনাটির ছবি। এই বাড়িটির দাম ধার্য করা হয় সাড়ে সাত কোটি টাকা।

Social Update Bengali News Image
Screenshot of that advertisement

এই বিজ্ঞাপন নজরে আসতেই চক্ষু চড়কগাছ হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের। কারণ, দল বা প্রধানমন্ত্রীর কোনও প্রতিনিধি ওই বিজ্ঞাপন দেননি। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে তারা। খবর দেওয়া হয় পুলিশে। বারাণসী পুলিশ আগে ওই ই-কমার্স সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেয়।

জানা গিয়েছে, লক্ষ্মীকান্ত ওঝা নামের এক ব্যক্তি OLX-এ বিজ্ঞাপনটি দিয়েছিলেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, যেভাবে প্রধান মন্ত্রী একের পর এক সরকারি সম্পত্তি বিক্রি করছেন তার প্রতিবাদে এর আগেও নানান সোশ্যাল মিডিয়া মাধ্যমে অনেক রকম বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে, অবশ্য সেগুলো সবই মিম (meme)। বাংলা তেও খোলা হয়েছে নানান গ্রুপ, মূলত মিম এর মাধ্যমেই করা হয়ে থাকে রাজ্য ও কেন্দ্র সরকারের সমালোচনা। এমন কী হতে পারে এমনই কেও মোদি সরকারের প্রতিবাদেই এই বিজ্ঞাপন দিয়েছেন?

বিশেষ

টিআরপি স্ক্যাম : অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : সিএএ, এনআরসি হোক বা সুশান্ত সিং মৃত্যু মামলা, উদ্ধব সরকারের সঙ্গে সংঘাত হোক বা টিআরপি কেলেঙ্কারী, গত বছরেই একাধিক বিতর্কে জড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।

বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। গত বছর অক্টোবর মাসে টিআরপি তালিকায় দেশে শীর্ষে থাকা এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং।

[ আরো পড়ুন : গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!]

তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য অনৈতিকভাবে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, একাধিকবার বার্ক-প্রধান ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ।

গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মামলায় এক ম্যাজিস্ট্রেট কোর্টে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ‘রিমান্ড নোট’ জমা দেয় মুম্বই পুলিশ। যে অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, নিজস্ব পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলে টিআরপি এরপর করেছেন।

[ আরো পড়ুন : গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি! ]

এবার অর্ণব গোস্বামী এবং বার্কের সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এ অর্ণব গোস্বামীর কিছু বক্তব্যের স্কিনশর্ট টুইটারে শেয়ার করা হয়েছে। সেই চ্যাটে টিআরপি কেলেঙ্কারি সাথে সম্পর্কিত অর্নবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সিইও পার্থ দাশগুপ্ত মুম্বাই পুলিশি জেরায় অর্ণবের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথাও কবুল করেছেন। আর সেই টাকা নিয়েই রিপাবলিক টিভির দর্শক সংখ্যা বাড়াতে তিনি কারচুপি করেছিলেন বলে জানিয়েছিলেন পুলিশকে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট