রাজ্য
KMDA-র আবেদন খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের, রবীন্দ্র সরোবরে করা যাবেনা ছট পুজো।
নিজস্ব প্রতিনিধি : রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো করার জন্য ক্ষতি হচ্ছে সরোবরের জনজীবনের। এই কারণে গ্রিন ট্র্যাইব্যুনাল সরোবরে ছট পুজোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় KMDA।
ছট পূজার উপাচার পালনে ট্র্যাইব্যুনালের দেওয়া নির্দেশ বলবৎ রাখল সু্প্রিম কোর্ট। জারি করা হলো নির্দেশের কোনও স্থগিতাদেশ দিল না আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ছট পূজার ৩ দিন পরে। ফলে এবছর কলকাতার এই দুই সরোবরে ছট পূজার অনুমতি পাওয়া অসম্ভব বললে ভুল হবেনা।
সরোবরে ছট পূজার আয়োজনের ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। গত ১০ নভেম্বর সুভাষ সরোবরেও ছট পুজোর বিধি পালনে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। এক্ষেত্রে গ্রিন ট্র্যাইব্যুনালের নির্দেশই পালন করতে হবে বলে নির্দেশ দেয় আদালত।
আদলতের নিষেধাজ্ঞা জারি করার পর এক আধিকারিক জানিয়েছেন, ‘গত বছরের মতো এবারও রবীন্দ্র সরোবরে ছট পূজা নিষিদ্ধ করা হয়েছে। আমরা সাধারণ মানুষকে অন্য জলাশয়ে ছট পূজা করার অনুরোধ করে প্রচার চালাব।’
উল্লেখযোগ্য, আদালতের নির্দেশ সত্বেও পর পর গত দু’বছর বছর রবীন্দ্র সরোবরে ছট পূজা বন্ধ করতে ব্যার্থ হয়েছে প্রশাসন।
রাজ্য
চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।
সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।
একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।