বিনোদন
নেটফ্লিক্সের দুনিয়ায় এবার দেশি গার্লের আগমন।
নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ সময়ের পর ফের হিন্দি চলচ্চিত্র জগতে আগমন নায়িকার। প্রথম বার নিটফ্লিক্সের পর্দায় প্রকট হবেন তিনি। অরবিন্দ আদিগারের ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস “দ্য হোয়াইট টাইগার” কে নেটফ্লিক্স অরিজিনালস্ এ ইরানিয়ান – মার্কিন পরিচালক রামিন বাহরানি আনতে চলেছেন। তার এই চলচ্চিত্রে এবার প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাওকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
২০১৯ সালে নির্মিত দ্য স্কাই ইজ পিঙ্ক চলচ্চিত্রের নায়িকা প্রথম বার রামিন বাহরানির চলচ্চিত্রে অন্য রূপে নিজেকে ফুটিয়ে তুলবেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নিজের, রাজকুমার রাও এবং আদর্শ গৌরবের প্রথম লুকটি তুলে ধরেছেন।
পরিচালক, প্রযোজক, লেখক হিসেবে রামিন বাহরানির কাজকে প্রসংশা করেছেন অভিনেত্রী। তিনি আরো বলেছেন যে, “চলচ্চিত্রের প্রথম লুকটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পেরে আমি গর্বিত। চলচ্চিত্রেরগল্পটি একটি সাধারণ পরিবার ও একটি দুরবস্থা সম্পন্ন লোককে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেখানে আদর্শ গৌরব বলরাম হালয়াই এর ভূমিকায় অভিনয় করবেন। সদ্য চলচ্চিত্র জগতে পা রাখলে ও তার কাজের প্রশংসা না করে থাকা যায় না। ছোটো গ্রাম থেকে উঠে আসা বলরাম দিল্লির এক নামকরা ধনী ব্যাক্তির ড্রাইভার। তার অনেক বড়ো বড়ো স্বপ্ন কিন্তু তারই মধ্যে হঠাৎ সেই ধনী ব্যাক্তিকে সে খুন করে বসে। সেখান থেকে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি। ছবিতে রাজকুমার রাও কেও নতুন রূপে দেখতে পাওয়া যাবে। প্রতিভাশালী অভিনেতা হিসেবে তিনি খুবই খ্যাত হিন্দি চলচ্চিত্র জগতে। তার সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে”।
ইনস্টাগ্রামের একটি পোস্ট ছবির খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে করতে নিজের চরিত্রের কিছু বর্ণনা ও তিনি দিয়াছেন। তার কথায় ” দ্য ওয়াইট টাইগার এ পিংকি ম্যাডামের চরিত্রে তিনি অভিনয় করছেন । আমেরিকার প্রথম জেনারেশন এর অভিবাসী তিনি। ব্যাবসা সূত্রে অনেক জায়গায় ভ্রমণ করতে হয় তাকে। ভারতে স্বামীর সঙ্গেই থাকেন। তার তৈরি করা সেই ছোট্ট সংসারে হঠাৎ গ্রহণের ছোয়া। এবং এক নিমেষে তার জীবন বদলে যাওয়ার কাহিনী সম্পর্কে জানতে গেলে যে অপেক্ষা করতেই হবে”।
করোনা আবহে সমস্ত বিধি নিষেধ মেনেই শুটিং কার্য সমাপ্ত করেন সবাই। নেটফ্লিক্সের পর্দায় ছবিটি ডিসেম্বরের কোনো একটি তারিখে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
বিনোদন
ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।
নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।
উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।
উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।
আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।
সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।