Connect with us

বিনোদন

বলিউডের প্রযোজনা সংস্থাগুলির সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আদালতে মামলা।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : বিনোদন শিল্পের বড় বড় প্রোডাকশন হাউস এবং সমিতিগুলি একসাথে এগিয়ে এসে রিপাবলিক টিভি এবং টাইমস নায়ের মতো টিভি নিউজ চ্যানেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি দেওয়ানি মামলা দায়ের করেছে।

চারটি বলিউড শিল্প সমিতি এবং ৩৪ টি বলিউড প্রযোজকরা রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী এবং প্রদীপ ভান্ডারী, টাইমস নাউয়ের রাহুল শিবশঙ্কর এবং নাভিকা কুমার-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটিদেওয়ানি মামলা দায়ের করেছিলেন। বলিউডের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর এবং মানহানিকর মন্তব্য প্রকাশ করার জন্য।

করণ জোহর, আমির খান ও শাহরুখ খান সহ বলিউডের মোট ৩৮ টি প্রোডাকশন হাউস একত্রিত হয়ে, এই সংবাদ চ্যানেলগুলির বিরুদ্ধে আইনের পথ গ্ৰহণ করেছেন। যে স্টুডিওগুলি পিটিশন দায়ের করেছে তার মধ্যেরয়েছে শাহরুখ খানের রেড চিলিজ বিনোদন, সালমান খান ফিল্মস, আমির খান প্রোডাকশনস, অজয় ​​দেবগন ফিল্মস, করণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট।

দিল্লির এইচসি-তে দায়ের করা আবেদনে বলা হয়েছে যে, বলিউডের খ্যাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে “অবমাননাকর মন্তব্য” করা উচিত নয় এবং মিডিয়া ট্রায়াল পরিচালনা করা কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রিতেজড়িত অভিনেতা এবং অন্যদের গোপনীয়তায় হস্তক্ষেপের বিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরে এই চ্যানেলগুলি বলিউডের মিডিয়া ট্রায়াল পরিচালনা করেছিল এবং “অবমাননাকর ও মানহানিকর” শব্দ ব্যবহার করেছিল। “এটি বলিউড যেখানে ময়লা পরিষ্কার করা দরকার” এর মত অভিব্যক্তি, “আরবের সমস্ত সুগন্ধি দুর্গন্ধ দূর করতে পারে না এবং বলিউডের আন্ডারবিলিদের এই নোংরামি ও কলঙ্কের দুর্গন্ধকেও নিন্দা করা হয়েছে”, (একটি প্রতিবেদন অনুসারেদ্বারা বার অ্যান্ড বেঞ্চ)।

লাইভলওয়ের মতে, ডিএসকে লিগ্যাল এবং অ্যাসোসিয়েটসের দায়ের করা নাগরিক মামলাও বলিউডের ব্যক্তিত্বের মিডিয়া ট্রায়াল পরিচালনা করা, বলিউডের সাথে সম্পর্কিত ব্যক্তিদের গোপনীয়তার অধিকারেহস্তক্ষেপ করা এবং চ্যানেলগুলি যে প্রোগ্রামের কোড মেনে চলছে কিনা তা তার দিকে লক্ষ্য রাখতে হবে। ১৯৯৪ এর কেবল টিভি (নিয়ন্ত্রণ) আইন অনুসারে।

চিত্রনাট্য সমিতির সভাপতি রবিন ভট্ট বলেছেন, এই পদক্ষেপটি ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তি শুরু করেছিলেন এবং আমাদের সবাইকে জানিয়েছিলেন। আমরা একত্রিত হয়েছি কারণ কিছু নিউজ চ্যানেল বলিউডকে এমন এক জায়গায় ফেলেছিল যেখানে তারা তাদের মাদকাসক্ত বলে অভিহিত করছিল। চ্যানেলগুলি এমন মন্তব্য প্রকাশ করছিল যা সকলের উপর বাজে প্রভাব ফেলেছিল। তাই আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে,এভাবে আর চলতে পারে না, সেইজন্য আদালতের দ্বারস্থ হয়েছি।

বিনোদন

ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।

উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।

উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।

আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।

সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট