দেশ
কৃষকদের বিক্ষোভের মূলে রয়েছে চিন-পাকিস্তানের ষড়যন্ত্র! বিকৃত দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
নিজস্ব প্রতিনিধি : দিল্লিতে আন্দোলনরত কৃষকদের বিক্ষোভের জন্য দায়ী ভারতের শত্রু দেশ। এরকম কথা বলেছিলেন হরিয়ানার কৃষিমন্ত্রী। আবারও এই ধরনের মন্তব্য করে বসলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রের ক্রেতা সুরক্ষা, খাদ্য ও বিতরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের দাবি, দেশের বিস্তীর্ণ অঞ্চলে কৃষকদের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ চলছে, তার নেপথ্যে নাকি হাত রয়েছে চিন এবং পাকিস্তানের মতো শত্রু প্রতিবেশী দেশ।
তিনি জানিয়েছেন, ভারতের শত্রু দেশগুলিই কৃষকদের ভুল বুঝিয়ে তাদের প্ররোচিত করছে।বুধবার এই কেন্দ্রীয় মন্ত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, “একসময় চিন এবং পাকিস্তান ভারতের মুসলিমদের ভয় দেখাত। CAA আসছে, NRC আসছে, মুসলিমদের দেশ ছেড়ে চলে যেতে হবে। এসব বলত। কিন্তু হয়েছে কি? গত ছ’মাসে এই দেশ থেকে একজন মুসলিমকেও কি চলে যেতে হয়েছে? মুসলিমদের প্ররোচনা দেওয়ার সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার কৃষকদের উসকানি দেওয়া হচ্ছে। কৃষকদের বলা হচ্ছে, নতুন আইন এলে তাঁদের লোকসান হবে। এটা বিদেশি শক্তির ষড়যন্ত্র।”
তিনি তার বক্তব্যে আরও সংযুক্ত করে বলেছেন “সরকার কৃষকদের কাছ থেকে ২৪ টাকা কেজি দরে গম এবং ৩৪ টাকা কেজি দরে ধান কিনছে। এবং সেগুলো সাধারণ মানুষকে দিচ্ছে ২ টাকা বা ৩ টাকা কেজি দরে। এতে সরকারের ভরতুকি বাবদ ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। অর্থাৎ সরকার কৃষকদের জন্য টাকা খরচ করতে রাজি। কিন্তু অনেকেরই সেটা পছন্দ হচ্ছে না।”
উল্লেখ্য, ইতিমধ্যেই তাঁর এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। বিরোধী দলগুলিও কেন্দ্রীয় মন্ত্রীর এই ষড়যন্ত্রর তত্ত্ব নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে।
দেশ
কৃষি আন্দোলনে মৃতের তথ্য দিতে ব্যর্থ কেন্দ্র, মিলবে না ক্ষতিপূরণও!
নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু মাস ধরে দেশে চলছে কৃষি আন্দোলন। নতুন কৃষি আইন তুলে নেওয়ার দাবিতেই কৃষকদের এই বিরোধ। নানান সময় কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের আলোচনা সভা হলেও মেলেনি কোন সমাধান। কেন্দ্র বা কৃষক কেওই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়। এই আন্দোলন রুখতে মরিয়া সরকার। কাজের বহু কৃষক নিজেদের প্রাণ ত্যাগ করেছেন এই আন্দোলনে।
কিন্তু দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের কতজন এখনও পর্যন্ত মারা গিয়েছেন সে বিষয়ে কোন নথি নেই মোদি সরকারের কাছে। গত মঙ্গলবার কৃষি মন্ত্রক এমনটাই জানিয়েছে। আন্দোলনে যে সমস্ত কৃষক প্রাণ ত্যাগ করেছেন তাদের কৃষকেরা ‘শহিদ’ বললেও কেন্দ্রের কাছে তারা তা নন। কাজেরই মৃতদের পরিবারকে সরকারের তরফে দেওয়া হবে না কোনও রকম ক্ষতিপূরণ।
মূলত গত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দিল্লি সীমানায় চলতে তাহলে কৃষি আন্দোলন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়-সহ ২৯ সাংসদ বেশ কিছু প্রশ্ন করেন। তাদের সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রের তরফে এই সমস্ত তথ্য গুলি জানানো হয়েছে। শুধু তাই নয়, এখন অব্দি ১১ দফা কেন্দ্র-কৃষি বৈঠক হয়ে গেলেও কতগুলি কৃষি সংগঠন এই আন্দোলনের সাথে যুক্ত সেই বিষয়েও তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে।