দেশ
গুজরাটের সুরাটে মধ্যরাতে ফুটপাথে ঘুমন্ত মানুষদের পিষে দিল ট্রাক, মৃত ১৫!
নিজস্ব প্রতিনিধি : মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকতে হলো সুরাট বাসীদের। মধ্যরাতে গুজরাটের সুরাটে ফুটপাথে ঘুমন্ত মানুষদের উপরে উঠে পড়ল ট্রাক। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জন।
গুজরাটের পুলিশ প্রাপ্ত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি ট্রাক সুরাটের কোসাম্বায় মধ্যরাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাথে শুয়ে থাকা ঘুমন্ত মানুষদের উপরে।প্রাথমিক ভাবে অন্তত ১৩ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৫ তে দাড়িয়েছে।
এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। গুজরাটে মূলত শ্রমিকের কাজ করেই তাদের দিন চলত, অর্থাৎ প্রায় প্রত্যেকে পরিযায়ী শ্রমিক। গতকাল রাতে প্রতিদিনের মতো সারাদিনের কায়িক পরিশ্রমের ক্লান্তি নিয়ে এই শ্রমিকরা ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। এই দুর্ঘটনা ঘটার সময় সকলে নিদ্রাচ্ছন্ন দিলেন। কাজেই কারও পক্ষেই দুর্ঘটনাস্থল থেকে সরে যাওয়া সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন রয়েছে।
সুরাটের সুপারিন্টেনডেন্ট অফ্ পুলিশ সিএম জাদেজা জানিয়েছেন, “এই ঘটনার মূল আছে দুটি ট্রাকের সংঘর্ষ। আখবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাক্টরের ধাক্কা লাগে। এই সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আখ বোঝায় ট্রাকটি। দেহতে দেখতেই সেটি ফুটপাথে ঘুমন্ত মানুষদের পিষে দেয়।”
দেশ
কৃষি আন্দোলনে মৃতের তথ্য দিতে ব্যর্থ কেন্দ্র, মিলবে না ক্ষতিপূরণও!
নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু মাস ধরে দেশে চলছে কৃষি আন্দোলন। নতুন কৃষি আইন তুলে নেওয়ার দাবিতেই কৃষকদের এই বিরোধ। নানান সময় কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের আলোচনা সভা হলেও মেলেনি কোন সমাধান। কেন্দ্র বা কৃষক কেওই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়। এই আন্দোলন রুখতে মরিয়া সরকার। কাজের বহু কৃষক নিজেদের প্রাণ ত্যাগ করেছেন এই আন্দোলনে।
কিন্তু দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের কতজন এখনও পর্যন্ত মারা গিয়েছেন সে বিষয়ে কোন নথি নেই মোদি সরকারের কাছে। গত মঙ্গলবার কৃষি মন্ত্রক এমনটাই জানিয়েছে। আন্দোলনে যে সমস্ত কৃষক প্রাণ ত্যাগ করেছেন তাদের কৃষকেরা ‘শহিদ’ বললেও কেন্দ্রের কাছে তারা তা নন। কাজেরই মৃতদের পরিবারকে সরকারের তরফে দেওয়া হবে না কোনও রকম ক্ষতিপূরণ।
মূলত গত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দিল্লি সীমানায় চলতে তাহলে কৃষি আন্দোলন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়-সহ ২৯ সাংসদ বেশ কিছু প্রশ্ন করেন। তাদের সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রের তরফে এই সমস্ত তথ্য গুলি জানানো হয়েছে। শুধু তাই নয়, এখন অব্দি ১১ দফা কেন্দ্র-কৃষি বৈঠক হয়ে গেলেও কতগুলি কৃষি সংগঠন এই আন্দোলনের সাথে যুক্ত সেই বিষয়েও তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে।