Connect with us

জেলা

মাত্র ৫০,০০০ টাকা ঘুষ দিয়েই চলছে ব্যাংক প্রতরণা, রইল অডিও!

Published

on

Social Update Bengali News Image
Image Source Pixabay

• ব্যাংক প্রতারণায় পুলিশি মদত?

• মাসে ৫০,০০০ টাকা ঘুষ যাচ্ছে পুলিশের কাছে?  

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : করোনা আবহে অনেকেই ভার্তুয়াল দিকে একটু হলেও ঝুঁকেছেন বা ঝুঁকতে বাধ্য হয়েছেন। আর এই সুযোগে বেড়েছে ব্যাংক প্রতারণার কণ্ড। এমনই এক প্রতারকের ফোন আসে আমাদের সংবাদমাধ্যমের এক উচ্চ পদস্থ কর্মীর কাছে, কল ঢোকার সমায় জানতে পারেন যে সেটি ‘bank fraud’ নামে সেভ আছে TrueCaller এ। তার পরের তিনি তার ফোনের কল রেকর্ডার টি অন করে কথা বলতে শুরু করেন সেই প্রতারকের সঙ্গে।ফোন রিসিভ করে“কে বলছেন?” জানতে চাইলে সেই প্রতারক নিজেকে ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেয়। জিজ্ঞেস করে ATM card ভেরিফিকেশন করা হয়েছে কিনা? ব্যাংক থেকে এই নিয়ে কোনও মেসেজ এসেছে কি না? আমাদের সেই কর্মী বলেন“না, এমন কিছু লক্ষ করিনি”। এর পর সেই প্রতারক নিজের আসল উদ্দেশ্যের জন্য একের পর এক প্রশ্ন করতে থাকে, কার্ডের ডেট, নম্বর। নম্বর বলার সমায় ভুল নম্বর বলতে থাকেন আমাদের সেই কর্মী কিন্তু এই প্রতারক এতই বেপরোয়া যে তার পরেও কথোপকথন চালিয়ে যায়। শেষে যখন কার্ডের CVV যানতে চায় সেই প্রতারক, সেই সময়ে আমাদের সেই কর্মী তার বেপরোয়া মনোভাবের সুযোগ নিয়ে একটু উত্তেজিত করার উদ্দেশে বলেন “বাঁদরামি পেয়েছেন!”

এই শুনেই সেই প্রতারক একটু উত্তিজীত হলে, তাকে আরেকটু উত্তেজিত করতে আমাদের সেই কর্মী বলেন,“আপনি জানেন আপনি কাকে ফোন করেছেন!” এবং নিজেকে আমাদের সংবাদ মাধ্যমের অধিকর্তা হিসাবে পরিচয় দেন, যাতে সেই প্রতরকে একটু চাপে ফেলা যায়, কিন্তু তার পরিবর্তে উল্টে সেই প্রতারক আমাদের সেই কর্মীর উপরেই চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নিজের উত্তেজনা সামলে সেই প্রতারককে পুলিশ-সংবাদমাধ্যম-প্রশাসনের ভয় দেখানোর চেষ্টা করেন। তাতে সে জানায় যে কেউ কিচ্ছু করতে পারবে না তাদের। দেওয়া হয় নানান রকম গালাগালি-হুমকি। কোন জায়গা থেকে ফোন করছে জানতে চাওয়া হলে উত্তর ধমকি আসে“আয় আয় আসানসোল আয় তোকে দেখবো.…”

আমাদের সেই প্রতিনিধি জানতেন যে আসানসোলের উচ্চপদস্থ এক পুলিস কর্মীর বাড়ি বীরভূমের সিউড়ি শহরে, সে কথা বলে সেই প্রতারককে একটু বসে আনতে চায়লে উল্টে ধমকি আসে“কী করে নেবেন উনি আমার!……কিছু করতে পারবেন না!” আরও বলে“কিচ্ছু.. আমরা কিচ্ছু ভয় করিনা..”। কথা শুনে বোঝা যায় নিশ্চয়ই পুলিশের সাথে এদের যোগাযোগ আছে, সেটি যাচাই করতে তাকে জিজ্ঞেস করা হয় পুলিশকে কত ঘুষ দেন? উত্তিজিত কণ্ঠে উত্তর আসে“মাসে মাইনে বাঁধা আছে…মাসে আমরা ৫০,০০০ টাকা করে দিই..৫০,০০০ টাকা করে, দিতে পারবেন আপনি!” এর পর স্থানীয় রাজনীতিকদের সাথে যোগাযোগের কথা জানতে চাওয়া হলে একটু সাবধান হয়ে গিয়ে সেই প্রতারক বলে“ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ….রাখ রাখ ফোন টা রাখ…” ফোন রাখার শেষে আবারও আসে ধমকি“যেটা বললাম সেটা কর, তোরও ভালো আমারও ভালো..!”

Disclaimer – audio/videofile content abuse of language/slang

জেলা

ফেসবুকে অর্মত্য সেনকে নিয়ে অসম্মানজনক পোস্ট! ABVP নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের।

Published

on

Social Update Bengali News Image
Image Source Facebook

নিজস্ব প্রতিনিধি : ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে অসম্মানজনক পোস্ট করার অভিযোগে বিশ্বভারতীর এক ছাত্রনেতার নামে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিশ্বভারতী ইউনিটের সদস্য অপূর্ব শরদের নামে বাম সমর্থিত বিশ্বভারতীর ছাত্রছাত্রী ঐক্য মঞ্চ এই অভিযোগ দায়ের করল।

এর ফলে শান্তিনিকেতন আবারও মুখ্যমন্ত্রীর বোলপুর সফর চলাকালীন এই বিষয়টি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। বোলপুরের শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির নাম “প্রতীচী”। এই বাড়ির একটা অংশ বিশ্বভারতীর, বারবার এমনই দাবি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মর্মে বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের তরফে রাজ্য সরকারকে একটি চিঠিও দেওয়া হয়েছে। নানা মহল নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বিশ্বভারতীর এমন অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব।

এরকম পরিস্থিতির মাঝেই ফেসবুকে অমর্ত্য সেনকে নিয়ে অসম্মানজনক পোস্ট করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির নেতা অপূর্ব শরদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,” অমর্ত্য সেন দীর্ঘদিন ধরে ইংল্যান্ড, আমেরিকায় বসবাস করেন, সেখানেই পড়ান। ভারতের অর্থনীতির জগতে তাঁর অবদান একেবারে শূন্য।” এরপর তিনি অর্থনীতিবীদ অমর্ত্য সেনকে সমর্থনকারীদের প্রতিও আঙুল তুলেছেন।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট