বিশেষ
গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি!
নিজস্ব প্রতিনিধি : গুগলের উপর কে না ভরসা করে, বর্তমান সময়ে দাড়িয়ে কিছু জানার থাকলে বর্তমান জেনারেশন যেটা করে সেটা তো গুগলই। নিজের মুঠোফোনে গুগল করেন এমন ব্যাক্তি কমই আছে। তবে মাঝে মাঝেই বিভ্রান্তিও সৃষ্টি করে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এমনি কিছু অদ্ভুত দেখতে পাবেন ‘gujarati actor’ লিখে সার্চ করলে।
এই বিশেষ সার্চ ইঞ্জিনে গুজরাটি অ্যাক্টর লিখলেই ভেসে আছে আমাদের দেশের প্রধান মন্ত্রীর ছবি। এই সার্চ রেজাল্টের স্ক্রীনশট ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে ভাইরালও হতে শুরু করেছে। বিরোধীদের কাছে নানান ভাবে মিম (meme) মেটারিয়াল হয়ে উঠছে এই বিষয়টি।
প্রধান মন্ত্রীর জীবন কষ্ট কে না জানে, তিনি তাঁর নানান বক্তব্যে নিজের জীবনের চড়াই-উৎরায়ের কথা উল্লেখ করেছেন। বাল্যকালে চা বিক্রি থেকে শুধু করে কুমির ধরে আনা, সব ‘গল্পই’ আমাদের দেশবাসী এখন জানে। বাবাকে কাজে সাহায্য করার সাথে সাথে তাঁর মনে জন্ম নিয়েছিল দেশ সেবার প্রতি টান। অবশ্য একসময় অভিনেতা হওয়ার ইচ্ছাও তাঁর মনে স্থান করে নেয়। তাই বলে গুগলে সার্চ করলে দেশের ‘প্রধান মন্ত্রী’র ছবি!
উল্লেখযোগ্য, গুলগ সার্চে এই ধরনের বিভ্রাট প্রথম না, এর আগেও অনেক সময় গুগলে এমনই কিছু ‘অদ্ভুত’ রেজাল্ট দিয়েছে। কিছু দিন আগে গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম উঠে আসছিল।
আরও পড়ুন – গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!
বিশেষ
টিআরপি স্ক্যাম : অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল!
নিজস্ব প্রতিনিধি : সিএএ, এনআরসি হোক বা সুশান্ত সিং মৃত্যু মামলা, উদ্ধব সরকারের সঙ্গে সংঘাত হোক বা টিআরপি কেলেঙ্কারী, গত বছরেই একাধিক বিতর্কে জড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।
বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। গত বছর অক্টোবর মাসে টিআরপি তালিকায় দেশে শীর্ষে থাকা এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং।
[ আরো পড়ুন : গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!]
তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য অনৈতিকভাবে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, একাধিকবার বার্ক-প্রধান ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ।
গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মামলায় এক ম্যাজিস্ট্রেট কোর্টে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ‘রিমান্ড নোট’ জমা দেয় মুম্বই পুলিশ। যে অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, নিজস্ব পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলে টিআরপি এরপর করেছেন।
[ আরো পড়ুন : গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি! ]
এবার অর্ণব গোস্বামী এবং বার্কের সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এ অর্ণব গোস্বামীর কিছু বক্তব্যের স্কিনশর্ট টুইটারে শেয়ার করা হয়েছে। সেই চ্যাটে টিআরপি কেলেঙ্কারি সাথে সম্পর্কিত অর্নবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সিইও পার্থ দাশগুপ্ত মুম্বাই পুলিশি জেরায় অর্ণবের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথাও কবুল করেছেন। আর সেই টাকা নিয়েই রিপাবলিক টিভির দর্শক সংখ্যা বাড়াতে তিনি কারচুপি করেছিলেন বলে জানিয়েছিলেন পুলিশকে।