বিশেষ
আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে কমবয়সী শিশুদের প্রচেষ্টার ফসল প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ায়।

নিজস্ব প্রতিনিধি : যে উন্নত সমাজে দাঁড়িয়ে হাজারো মানুষ যেখানে নারী পুরুষের ভেদাভেদ করতে পিছুপা হয়না, সেই সমাজেরই কম বয়েসী কিছু শিশুদের প্রচেষ্টা বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রকাশ করলেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর অভিনয়ের পাশাপাশি সমাজ সেবামূলক কাজের জন্য প্রায়দিনই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত হয়ে থাকেন। যে সমাজে একদিন তাঁকে তাঁর রূপের জন্য তাকে ভর্ৎসিত হতে হয়, তিনিই এখন সেই সমাজের খ্যাতনামা বলিষ্ঠ কন্যা। প্রিয়াঙ্কার কথায়, তাঁর মতো হাজারো শিশু কন্যার স্বপ্ন যেন পূরণ হয়। ১১ ই অক্টোবর দিনটি আন্তর্জাতিক শিশু কন্যা দিবস হিসেবে চিহ্নিত। এই দিনটি পালনের একটাই লক্ষ্য সমাজে প্রত্যেকটি নারীর সমান অধিকার, সুযোগ সুবিধা এবং নারী – পুরুষের ভেদাভেদ দূরীকরণ।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস দিনটি উদযাপন করার পাশাপাশি, পাঁচটি শিশুকন্যার কিছু সক্রিয় কাজের উদাহরণ তুলে ধরেছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পর্দায়। তাঁর পোস্টটির ক্যাপশন কিছুটা এরকম “#DayOfTheGirl. বিভিন্ন পটভূমি, দেশ এবং সংস্কৃতি থেকে উঠে আসা পাঁচটি অনুপ্রেণামূলক শিশুর কাহিনী , যারা নিজ প্রচেষ্টায় সমস্ত দেশ বাসীর জন্য কিছু করতে আগ্রহী। তারা তাদের কাজের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ দূর করার প্রচেষ্টায় অগ্রগামী। @ unicef #GenrationEquality # DayOfTheGirl “.
কিছুদিন আগে প্রিয়াঙ্কা ‘memoir unfinished’ হেডলাইনে কিছু ভিডিও তুলে ধরেন ইনস্টাগ্রামের পর্দায়, যেখানে ছোট্ট, কিন্তু আন্তরিকতায় ভরা একটি লেখা প্রকাশ করেন। তাঁর কথায় ” হাস্যকরভাবে,লেখার আগে তার নামকরণ তিনি ভেবে নিয়েছিলেন। দীর্ঘ ২০ বছর জনসাধারণের কাছে ব্যক্তিগত এবং পেশাগত ভাবে পরিচিত। হাজারো মানুষের সঙ্গে পরিচয় ঘটেছে, অনেক ওঠা পড়ার মধ্যে জীবন গেছে। কোথাও গিয়ে নিজেকে এখোনো অসম্পূর্ণ বলে মনে হয়। কিন্তু নিজের জীবন কাহিনীটি লেখার একটা আলাদাই মজা, যে তোমায় দিবারাত্র জোর করে স্মৃতিচারণ করাবে, ফেলে আসা দিনগুলো নতুন করে ভাবাতে চেষ্টা করবে। কোথাও না কোথাও গিয়ে নিজেকে এখনও অসম্পূর্ণ বলে মনে হয় তাই এরকম একটি প্রচেষ্টা।
বিশেষ
টিআরপি স্ক্যাম : অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল!

নিজস্ব প্রতিনিধি : সিএএ, এনআরসি হোক বা সুশান্ত সিং মৃত্যু মামলা, উদ্ধব সরকারের সঙ্গে সংঘাত হোক বা টিআরপি কেলেঙ্কারী, গত বছরেই একাধিক বিতর্কে জড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।
বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। গত বছর অক্টোবর মাসে টিআরপি তালিকায় দেশে শীর্ষে থাকা এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং।
[ আরো পড়ুন : গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!]
তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য অনৈতিকভাবে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, একাধিকবার বার্ক-প্রধান ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ।
গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মামলায় এক ম্যাজিস্ট্রেট কোর্টে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ‘রিমান্ড নোট’ জমা দেয় মুম্বই পুলিশ। যে অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, নিজস্ব পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলে টিআরপি এরপর করেছেন।
[ আরো পড়ুন : গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি! ]
এবার অর্ণব গোস্বামী এবং বার্কের সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এ অর্ণব গোস্বামীর কিছু বক্তব্যের স্কিনশর্ট টুইটারে শেয়ার করা হয়েছে। সেই চ্যাটে টিআরপি কেলেঙ্কারি সাথে সম্পর্কিত অর্নবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সিইও পার্থ দাশগুপ্ত মুম্বাই পুলিশি জেরায় অর্ণবের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথাও কবুল করেছেন। আর সেই টাকা নিয়েই রিপাবলিক টিভির দর্শক সংখ্যা বাড়াতে তিনি কারচুপি করেছিলেন বলে জানিয়েছিলেন পুলিশকে।