Connect with us

দেশ

দৈনিক গড়ে ২২ কোটি টাকা দান করেন এই ভারতীয়।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর প্রতিদিন কর্ণধার হলেন আজিম প্রেমজি। তাঁর দৈনিক দানের পরিমাণ ২২ কোটি টাকা। এক বছরে দান করেছেন প্রায় ৭,৯০৪ কোটি। এই দানের অঙ্কের ফলেই চলতি আর্থিক বছরে পরোপকারের (philanthropy) তালিকায় শীর্ষস্থানে এই ভারতীয়।

Hurun Report India and Edelgive Foundation-র তথ্যের ভিত্তিতে এইচসিএল টেকনোলজিস্ এর প্রতিষ্ঠাতা শিব নাদরকে ছাড়ালেন উইপ্রোর -র আজিম প্রেমজি। বিগত অর্থবর্ষে ৮২৬ কোটি টাকা দিয়েছিলেন তিনি। আর্থিক বছর ২০-তে (FY20) দিয়েছেন ৭৯৫ কোটি।

বিগত অর্থবর্ষে আজিম প্রেমজি দান করেছিলেন প্রায় ৪২৬ কোটি টাকা। বর্তমান আর্থিক বছর অর্থাৎ ২০-তে (FY20) তাঁর দানের পরিমাণ ৭৯০৪ কোটি টাকা।

দেশের ধনিতম ব্যাক্তি মুকেশ অম্বানি দানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর দানের পরিমাণ ৪৫৮ কোটি টাকা। গতবছর যা ছিল ৪০২ কোটি।

বর্তমান সময়ে দেশ করোনা জর্জরিত। দেশের আর্থিক পরিস্থিতি মন্দার দিকে। এমন অবস্থায় বিভিন্ন কর্পোরেট সংস্থা এগিয়ে এসেছে। ১৫০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রতন টাটা।

দেশ

কৃষি আন্দোলনে মৃতের তথ‌্য দিতে ব্যর্থ কেন্দ্র, মিলবে না ক্ষতিপূরণও!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু মাস ধরে দেশে চলছে কৃষি আন্দোলন। নতুন কৃষি আইন তুলে নেওয়ার দাবিতেই কৃষকদের এই বিরোধ। নানান সময় কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের আলোচনা সভা হলেও মেলেনি কোন সমাধান। কেন্দ্র বা কৃষক কেওই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়। এই আন্দোলন রুখতে মরিয়া সরকার। কাজের বহু কৃষক নিজেদের প্রাণ ত্যাগ করেছেন এই আন্দোলনে।

কিন্তু দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের কতজন এখনও পর্যন্ত মারা গিয়েছেন সে বিষয়ে কোন নথি নেই মোদি সরকারের কাছে। গত মঙ্গলবার কৃষি মন্ত্রক এমনটাই জানিয়েছে। আন্দোলনে যে সমস্ত কৃষক প্রাণ ত্যাগ করেছেন তাদের কৃষকেরা ‘শহিদ’ বললেও কেন্দ্রের কাছে তারা তা নন। কাজেরই মৃতদের পরিবারকে সরকারের তরফে দেওয়া হবে না কোনও রকম ক্ষতিপূরণ।

মূলত গত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দিল্লি সীমানায় চলতে তাহলে কৃষি আন্দোলন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়-সহ ২৯ সাংসদ বেশ কিছু প্রশ্ন করেন। তাদের সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রের তরফে এই সমস্ত তথ্য গুলি জানানো হয়েছে। শুধু তাই নয়, এখন অব্দি ১১ দফা কেন্দ্র-কৃষি বৈঠক হয়ে গেলেও কতগুলি কৃষি সংগঠন এই আন্দোলনের সাথে যুক্ত সেই বিষয়েও তথ‌্য নেই কেন্দ্র সরকারের কাছে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট