বিনোদন
গোয়ার সমুদ্রসৈকতে আপত্তিজনক পরিবেশের সৃষ্টি, পুলিশের কটাক্ষ দৃষ্টি দুই তারকার ওপর
নিজস্ব প্রতিনিধি : প্রত্যেকটি দেশে কিছু আইন – কানুন, বিধি-নিষেধ বর্তমান, এবং দেশের প্রত্যেকটি নাগরিককে তা পালন করা বাঞ্ছনীয়। তারই মধ্যে শুধু নারীদের পায়েই এই নিয়মের শিকল পরানো হয় তাহলে ভারতীয় দণ্ডবিধির ওপর প্রশ্নচিহ্ন খাটাটা প্রাসঙ্গিক তাইনা! গোয়ার সমুদ্রসৈকতে মডেল পুনম পাণ্ডে এবং বলিউড অভিনেতা মিলিন্দ সোমানের ওপর অশ্লিল ভিডিও এবং ছবির তোলার অপরাধে মামলা দায়ের করা হয়। দুই তারকাই নিজের জন্মদিনের কিছু বিশেষ মুহুর্ত নিজের সোশ্যাল মিডিয়ার পর্দায় উন্মোচন করেন। গত ৪ ঠা নভেম্বর গোয়ার সমুদ্রসৈকতে বলিউড অভিনেতা মিলিন্দ সোমান নিজের ৫৫ বছর অতিক্রম করার উপলক্ষে নিজের নগ্ন অবস্থায় দৌড়ানোর একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার তুলে ধরেন।
গত বৃহস্পতিবার গোয়ার সমুদ্রসৈকত থেকে পুনম পাণ্ডে ও তার স্বামীকে দক্ষিণ গোয়া জেলা পুলিশ গ্রেফতার করেন। অনর্থক ভাবে সরকারি সম্পত্তির মধ্যে ঢুকে আপত্তিজনক অশ্লীল ভিডিও তৈরি করার অপরাধে। শেষে ৪০ হাজার টাকা জরিমানার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রায়েশ্চই, নেট দুনিয়ায় একই অপরাধের শিকার দুই তারকার সমালোচনা উঠে আসতে শোনা যাচ্ছে।
এই বিতর্কের মাঝে দাড়িয়ে স্ক্রীন রাইটার অপূর্ব আসরানির কথায় জানা গেছে “পুনম পান্ডে এবং মিলিন্দ সোমান দুই তারকাকেই নিজের জন্মদিন উদযাপনে গোয়ার সমুদ্রসৈকতে দেখা গেছে। যেখানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় মিলিন্দ, তারপরও অশ্লীলতা র দায়ে পুনমকে একা সইতে হচ্ছে। এবং সোমান নিজের ফিটনেস এর জন্য কৃতিত্ব অর্জন করছে। যেই সমাজে নগ্ন নারীকে বেশ্যার নজরে দেখা হয়, সেই একই সমাজ নগ্ন হৃষ্টবান পুরুষকে বীরত্বের মুকুট পড়ায়”।
টুইটারের মাধ্যমে বেশ কিছু নেটিজেনদের বিভিন্ন মত প্রকাশ পেয়েছে। তাদের মতে, ” প্ররোচক মূলক ছবি এবং স্বাস্থ্য সচেতনতা মূলক ছবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে”। আবার বেশ কিছু জনের মতে দুই তারকার ভুলের সমান শাস্তি দেওয়া দরকার। অবশেষে ভারতীয় দণ্ডবিধির অনুসারে ২৯৪ ধারা ( অশ্লীল কর্মকাণ্ড) এবং ৬৭ ধারায় ( অশ্লীল ছবি প্রকাশ) দক্ষিণ গোয়া পুলিশ মিলিন্দ সোমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বিনোদন
ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।
নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।
উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।
উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।
আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।
সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।