রাজ্য
ক্রুজে চড়ে গঙ্গা ভ্রমণ সাথে কলকাতার ইতিহাস, মাত্র ৩৯ টাকায়!
স্নেহা সাহা : করোনা-আবহে বিশ্ব যেন থমকে গেছে। মানুষ আজ গৃহবন্দি। পাহাড়, সমুদ্র কিংবা মরুভূমি তো দূর, স্বাধীনভাবে ঘরের বাইরে যাওয়ার উপায়টুকু নেই। করোনা পরিস্থিতিতে খোলা আকাশ, মুক্ত বাতাসের আনন্দ উপভোগ করতে পারছে না ভ্রমণ প্রিয় বাঙালি। মন যেন বিষাদগ্ৰস্ত হয়ে পড়েছে। তবে আর নয়! দূর-দূরান্তে পাড়ি দিতে না পারলেও, করোনা পরিস্থিতিতে মানুষকে আনন্দ দেওয়ার জন্য হাজির গঙ্গাক্রুজ রাইড। সুদৃশ্য এই লঞ্চে চড়ে গঙ্গাপথে ঘুরে দেখা যাবে কলকাতার ঐতিহাসিক ঘাটগুলি।
জলপথে ভ্রমণের ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। ৯০ মিনিটের যাত্রা, টিকিট পাওয়া যাবে লঞ্চেই। টিকিট মূল্য মাত্র ৩৯ টাকা। মূলত ভ্রমণ প্রিয় মানুষের কথা চিন্তা করেএবং জীবনকে পুনরায় গতিতে ফিরিয়ে আনার একটা ছোট্টো প্রয়াস এই জলপথে ভ্রমণ।
১অক্টোবর তথা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে এই গঙ্গা ভ্রমণ। সোম থেকে শুক্র যাত্রা শুরু বিকেল ৪ ও সন্ধ্যে ৬ টা থেকে। তবে ছুটির দিনগুলোতে মিলবে অতিরিক্ত সময়, বেলা ১২, দুপুর ২, বিকেল ৪ এবং সন্ধ্যে ৬টা।
ক্যাফেটেরিয়া, সেলফি বুথ, ডেমনস্ট্রেশন, রবীন্দ্রসঙ্গীত, যামিনী রায়ের পেন্টিং দিয়ে সাজানো ড্রেসিংরুম সবকিছুর ব্যবস্থা করা হয়েছে লঞ্চে। মিলিনিয়াম পার্ক থেকে শুরু হবে জলপথের এই যাত্রা। দেখানো হবে বিখ্যাত ২০ টি ঘাট এবং গঙ্গা আরতি।
করোন-আবহে মেনে চলা হবে সমস্ত নিয়ম কানুন। লঞ্চে থাকবে স্যানিটাইজার ও থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। একসঙ্গে ভ্রমণ করতে পারবে ১৫০ জন। গঙ্গায় ভাসতে ভাসতে গাইডের কাছ থেকে জানা যাবে কলকাতার ইতিহাস।
অবশেষে বাড়ি ফেরার পালা। আর কথায় আছে, ‘যেখানে শুরু সেখানেই শেষ’। তাই গঙ্গা ভ্রমণের এই যাত্রাপথ শেষ হবে মিলিনিয়াম পার্কে।
রাজ্য
চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।
সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।
একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।