Connect with us

বিশেষ

অর্ণব গোস্বামীর অনুষ্ঠানকে ২০,০০০ পাউন্ড জরিমানা, যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রকের।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : ইউনাইটেড কিংডমের যোগাযোগ নিয়ন্ত্রক অফকম মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সম্প্রচারের নিয়ম মেনে না চলার জন্য ওয়ার্ল্ডভিউ মিডিয়া নেটওয়ার্ক লিমিটেডকে ২০,০০০ পাউন্ড (আনুমানিক ১৯.৭৩ লক্ষ টাকা) জরিমানা করেছে। এই মিডিয়া নেটওয়ার্ক যুক্তরাজ্যে প্রজাতন্ত্র ভারত (Republic Bharat) চ্যানেলটি পরিচালনা করে থাকে। রিপাবলিক টিভির হিন্দি নিউজ চ্যানেলটিতে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে।

যোগাযোগ নিয়ন্ত্রক অফকম একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে চ্যানেলটির “পুছ তা হ্যে ভারত” প্রোগ্রাম যেটি গত বছর সেপ্টেম্বর মাসে প্রচারিত হয়েছিল, সেই প্রোগ্রামের হোস্ট তথা রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী এবং প্যানেলে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি দ্বারা প্রকাশিত মতামত সম্প্রচারের নিয়ম লঙ্ঘন করেছে। এই নিষেধাজ্ঞাগুলিই যুক্তরাজ্যে প্রজাতন্ত্র ভারত সম্প্রচারের লাইসেন্সধারী ওয়ার্ল্ডভিউ মিডিয়া নেটওয়ার্ক লিমিটেডের উপর চাপানো হয়েছে।

অফকমের মতে, রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী আয়োজিত এই পর্বটি ভারতের চন্দ্রযান ২ তথা মহাকাশযান মিশনের সাথে সম্পর্কিত ছিল এবং “পাকিস্তানের তুলনায় ভারতের মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তিগত অগ্রগতির একটি তুলনাও জড়িত ছিল। ভারতীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পাকিস্তানের কথিত সন্ত্রাসবাদী কার্যকলাপের কথাও তুলে ধরা হয়েছিল এই পর্বে।”

বিতর্ক চলাকালীন গোস্বামী এবং তাঁর প্যানেলিস্টরা যে মন্তব্য করেছিলেন তা, “পাকিস্তানি জনগণের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য হিসাবে পরিগণিত”। এই পর্বে পাকিস্তানিদের “সন্ত্রাসী”, “গাধা”, “বানর”, “ভিক্ষুক” এবং “চোর” হিসাবে উল্লেখ করা হয়েছিল বলে জানা গেছে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, প্রোগ্রামে গোস্বামী এবং অতিথিদের মধ্যে কয়েকজন বলেছিলেন যে, সমস্ত পাকিস্তানি সন্ত্রাসী। চ্যানেলের পরামর্শ সম্পাদক গৌরব আর্য বলেছিলেন, “তাদের বিজ্ঞানী, চিকিৎসক, তাদের নেতা, রাজনীতিবিদ সকলেই সন্ত্রাসী। এমনকি তাদের ক্রীড়াবিদরাও। এই পুরো জাতি সন্ত্রাসবাদী। আমি মনে করি না যে কেউ উদ্ধার পেয়েছে। আপনি একটি সন্ত্রাসবাদী সত্তা নিয়ে কাজ করছেন”।

সমালোচনার পরিপ্রেক্ষিতে উপস্থাপক গোস্বামী, পাকিস্তান এবং পাকিস্তানি জনগণকে সম্বোধন করে বলেছিলেন,” আমরা বিজ্ঞানীদের তৈরি করি, আর আপনারা সন্ত্রাসবাদী তৈরি করেন।”

অফকম উল্লেখ করেছেন যে প্রোগ্রামটির সামগ্রীটি “সম্ভাব্যভাবে আপত্তিকর এবং প্রসঙ্গে যথাযথভাবে ন্যায়সঙ্গত নয়”। আরও বলা হয়েছে যে মন্তব্যগুলি ছিল “পাকিস্তানের জনগণের জাতীয়তার ভিত্তিতে, অসহিষ্ণুতার ভিত্তিতে ঘৃণার বহিঃপ্রকাশ” এবং দর্শকদের মধ্যে পাকিস্তানি জনগণের প্রতি অসহিষ্ণুতার প্রচার।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক “পাকী” শব্দটির ব্যবহারের বিষয়টিও নোট করেছিলেন, যা বলেছিল যে, এটি বর্ণবাদী শব্দ এবং যুক্তরাজ্যের দর্শকদের কাছে অগ্রহণযোগ্য।

এদিকে, ওয়ার্ল্ডভিউ মিডিয়া বলেছে যে এই কর্মসূচি “সন্ত্রাস বা ঘৃণার প্রচার করে না”। আরও বলা হয়েছে যে, “পাকী” শব্দটি অপমান হিসাবে নয় বরং “পাকিস্তানের জাতীয়তার ক্ষেত্রে নৈমিত্তিক উল্লেখ” হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

বিশেষ

টিআরপি স্ক্যাম : অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : সিএএ, এনআরসি হোক বা সুশান্ত সিং মৃত্যু মামলা, উদ্ধব সরকারের সঙ্গে সংঘাত হোক বা টিআরপি কেলেঙ্কারী, গত বছরেই একাধিক বিতর্কে জড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।

বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। গত বছর অক্টোবর মাসে টিআরপি তালিকায় দেশে শীর্ষে থাকা এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং।

[ আরো পড়ুন : গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!]

তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য অনৈতিকভাবে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, একাধিকবার বার্ক-প্রধান ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ।

গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মামলায় এক ম্যাজিস্ট্রেট কোর্টে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ‘রিমান্ড নোট’ জমা দেয় মুম্বই পুলিশ। যে অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, নিজস্ব পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলে টিআরপি এরপর করেছেন।

[ আরো পড়ুন : গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি! ]

এবার অর্ণব গোস্বামী এবং বার্কের সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এ অর্ণব গোস্বামীর কিছু বক্তব্যের স্কিনশর্ট টুইটারে শেয়ার করা হয়েছে। সেই চ্যাটে টিআরপি কেলেঙ্কারি সাথে সম্পর্কিত অর্নবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সিইও পার্থ দাশগুপ্ত মুম্বাই পুলিশি জেরায় অর্ণবের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথাও কবুল করেছেন। আর সেই টাকা নিয়েই রিপাবলিক টিভির দর্শক সংখ্যা বাড়াতে তিনি কারচুপি করেছিলেন বলে জানিয়েছিলেন পুলিশকে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট