Connect with us

রাজ্য

বাংলার রাজপুত্রর সাথে অমিত সাহের মিটিং, গেরুয়া শিবিরে কী নাম লেখাবেন তিনি?

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান রাষ্ট্রপতি সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানখরের সাথে দেখা করেন। তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে তাঁকে নিয়ে।

রাজ্যপালের সাথে দেখা করার একদিন পর ‘বাংলার দাদা’ দিল্লিতে গেছিলেন, যেখানে তিনি একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্জুন জেটলির মূর্তি উন্মোচন করার জন্য। একই অনুষ্ঠানে দু’জনকে দেখে ভক্তরা অনুমান করতে শুরু করেছিল যে, ‘দাদা’ রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্তটি ঘোষণা করতে পারে।

তবে আপাতত সমস্ত গুঞ্জনে ঠাণ্ডা জল ঢেলে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এই গুজব অস্বীকার করে বলেছিলেন, “রাজ্যপাল যদি আপনার সাথে দেখা করতে চান তবে আপনাকে তার সাথে দেখা করতে হবে। সুতরাং আসুন আমরা এটিকে এভাবেই রাখি।”

কলকাতার রাজপুত্র হিসাবে বিখ্যাত, সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের অন্যতম বড় নাম। চূড়ান্ত লিস্ট এ খেলায় গাঙ্গুলি বিজয় হাজারে ট্রফি ২০১১/১২-এ বাংলাকে শিরোপা জয়ের পথে নিয়ে গিয়েছিল।

বর্তমানে গাঙ্গুলি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সালের অক্টোবরে এই ভূমিকা গ্রহণ করেছিলেন। লোধা সংস্কার অনুসারে, তাঁর স্টিন্ট জুলাইয়ে শেষ হবে। ভারতের কিংবদন্তি রাষ্ট্রপতি হিসাবে অব্যাহত রয়েছেন, কারণ সুপ্রিম কোর্ট এখনও তার ভবিষ্যত সম্পর্কে চূড়ান্ত রায় দিতে পারেনি।

তবে সৌরভ গাঙ্গুলির গেরুয়া দলে যোগদানের গুজব নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ বলেছিলেন , “তিনি কী করবেন বা করবেন না সে সম্পর্কে আমার কিছু জানা নেই। তিনি একজন শ্রদ্ধেয় মানুষ এবং অধিনায়কও ছিলেন (ভারতীয় ক্রিকেট দলের)। ”

তিনি আরও বলেন যে, বিজেপিতে ‘ভালো মানুষ’ সর্বদা ‘স্বাগত’। “সৌরভ গাঙ্গুলির মতো সফল লোকদের অবশ্যই রাজনীতিতে যোগ দেওয়া উচিত”।

গাঙ্গুলির এখনও অবধি রাষ্ট্রপতি হিসাবে সফল পদক্ষেপ রয়েছে। এক দশক পরে, তিনি বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুমটি ভারতের বাইরে নিয়ে যায়। সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে আইপিএল ২০২০ মঞ্চস্থ করার মাধ্যমে বোর্ডটি ৪০০০ কোটি টাকা আয় করেছে।

বিসিসিআই এর রাষ্ট্রপতি হিসাবে সফলতা অর্জন করার পর, বাংলার রাজপুত্র গেরুয়া দলে যোগ দিয়ে সফলতা অর্জন করার পথে এগোচ্ছেন? নাকি দাদার কথা মতো এটা শুধুই গুজ্ঞন।

রাজ্য

চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।

সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।

একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট