রাজ্য
সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
নিজস্ব প্রতিনিধি : অবশেষে সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার তাঁকে ভরতি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। শনিবার হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কয়েক দিনেই মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
চিকিৎসকরা শনিবার জানিয়েছেন, তিনি চিকিৎসায় যে গতিতে সাড়া দিচ্ছেন তাতে আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হতে পারে। তবে তাঁকে এখনও বাইপ্যাপ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে। রাইলস টিউবেই তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে তাঁর বিভিন্ন পরীক্ষার রিপোর্ট এদিন ইতিবাচক এসেছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
গত বুধবার প্রবল শ্বাসকষ্টের জেরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সে দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সারা দিতে পারছিলেন না তিনি। তবে,শুক্রবার তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করেন চিকিৎসকরা। স্ত্রী ও মেয়ের সঙ্গেও তিনি কথা বলেন।
একইসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা যথেষ্ট রয়েছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণও অনেকটা নিয়ন্ত্রিত। তাঁর ক্যাথিটার সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে বুদ্ধদেববাবুর ফিজিওথেরাপিও করানো হচ্ছে। এর পরের ধাপে তাঁকে রাইলস টিউব মুক্ত করা হবে। রবিবার পর্যন্ত চলবে অ্যান্টি বায়োটিক ওষুধগুলি।
দ্রুত বুদ্ধদেববাবুকে ছুটি দিতে চাইছেন চিকিৎসকরা। কারণ, হাসপাতালে বেশিদিন থাকলে তিনি ফের কোনও রোগে সংক্রমিত হতে পারেন। কোভিডের ভয় তো রয়েছেই। তাঁর কোমর্বিডিটির সমস্যাও রয়েছে।
শনিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেছেন, ‘এখন আর সঙ্কটমুক্ত বলব না। আমরা তাঁর ডিসচার্জের পরিকল্পনাও শুরু করেছি। তবে সপ্তাহান্তে তাঁকে ছুটি দেওয়া হবে না। সোমবার বা মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পাবেন বুদ্ধদেব ভট্টাচার্য।’
রাজ্য
চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।
সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।
একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।