Connect with us

রাজ্য

উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডিন্ অফ্ আর্টসের বিরুদ্ধে প্রতিবাদ ছাত্রছাত্রীদের।

Published

on

Social Update Bengali News Image
Image Source Wikipedia

নিজস্ব প্রতিনিধি : ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার ডিন্ অফ্ আর্টসে্র অশালীন আচরণের বিরুদ্ধে গর্জে ওঠে ছাত্রছাত্রীরা। গত বুধবার তাঁকে ঘিরে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি চলে রেওয়াজি স্লোগান।

কলা অনুষদীয় ছাত্র সংসদের প্রেস বিবৃতি অনুযায়ী, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ডিন্ অফ্ আর্টসে্র কাছে গত বুধবার যাওয়া হয় এই দাবী নিয়ে – যে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কোনোভাবেই তাদের অনলাইন ক্লাস শুরু না হয়। এমনিতেই যারা দ্বিতীয় বা তৃতীয় কাউন্সেলিংয়ে ভর্তি হয়, তারা তুলনামূলক ভাবে যথেষ্ট কম সংখ্যক ক্লাসই পেয়ে থাকে। এই অতিমারীর সময়ে আন্তর্জাল ভিত্তিক পড়াশোনার পরিকাঠামোতেও এটা চলতে থাকলে অন্যতম সমস্যাসমূহের সৃষ্টি করতে পারে, এমনটা ভেবেই এই আবেদন নিয়ে ডিন্ অফ্ আর্টসে্র কাছে যাওয়া হয়।

ভদ্রভাবে কথা বলা ও মিটিং ডাকার আশ্বাস দেওয়া তো দুরস্থ, ছাত্রছাত্রীদের ধাক্কা মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ডিন অফ্ আর্টস্ ওমপ্রকাশ মিশ্রা। তাঁর মুখ থেকে “ছেলে ডাকছি” গোছের কুরুচিশীল ও কু-ইঙ্গিত বহনকারী বক্তব্যও শোনা যায় বলে দাবী করে কলা অনুষদীয় ছাত্র সংসদ। এভাবেই অশালীন আচরণের পরে তিনি নিজের গাড়িতে উঠে ক্যাম্পাস থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাঁর পূর্বের কুকীর্তির জন্য তাঁকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়। ৪নং গেটের নিকটবর্তী সায়েন্স-আর্টস্ মোড়ের কাছেই তাঁর গাড়ি আটকানো হয়। তখনও ফের তিনি ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়ে পড়েন। গতকাল সেখানেই তাঁকে ঘিরে অবস্থান বিক্ষোভ চলে।

কেন ছাত্রছাত্রীদের সাথে আলোচনা না করে, সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে, ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে – এ বিষয়ে তিনি প্রাসঙ্গিক কোনকিছুই বলতে চাননি। পূর্বের আচরণের জন্য অনুশোচনা প্রদর্শন থেকেও বিরত থাকেন তিনি।

এমতাবস্থায়, নিগ্রহকারী ও গণতন্ত্রের হননকারী ডিন্ অফ্ আর্টস্ – ওমপ্রকাশ মিশ্রার পদত্যাগের দাবীতে আন্দোলনে নেমেছে কলা অনুষদের পড়ুয়ারা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবী উঠেছে।

অবিলম্বে ফ্যাকাল্টি-কাউন্সিল মিটিং ডাকার দাবীতে, ভোরিফিকেশনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবীতে এবং নিগ্রহকারী ডিনের পদত্যাগ ও শাস্তির দাবীতে আজ বেলা ২.৩০ য়ে ডিন্ অফ্ আর্টসে্র অফিসের বাইরে জমায়েতের ডাক দিয়েছে কলা অনুষদীয় ছাত্র সংসদ।

রাজ্য

চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।

সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।

একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট