শিক্ষা
ক্লাস শুরু ১লা নভেম্বর থেকে, নতুন অভিধান ইউজিসির।
নিজস্ব প্রতিনিধি : কোরোনা জেরে সমস্ত কলেজ – বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ এর অ্যাকাডেমিক ক্যালেন্ডার বেঁধে দিল ইউজিসি। শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়ার টুইট থেকে খবরটি প্রকাশিত হয় মঙ্গলবার।
ইউজিসির দাবী অনুযায়ী, ১লা নভেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করে দেওয়া হবে সাথে ৩০ শে নভেম্বরের মধ্যে সমস্ত ভর্তির প্রক্রিয়া মিটিয়ে দেওয়া হবে।
স্বাভাবিক পরিস্থিতির আসায় ১লা সেপ্টেম্বর থেকে ক্লাসগুলি শুরু হওয়ার কথা হলেও পরিস্থিতির চাপে পড়ে সাথে অন্যান্য এনট্রেন্স পরীক্ষাগুলি পিছিয়ে যাওয়ার দরুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।এন্ট্রান্স পরীক্ষার উত্তপত্র প্রকাশের সময়সীমা যদি দীর্ঘ হয় থাকলে সমস্ত বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের অধ্যায়ন সময়সীমা ১৮ তারিক পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে।
ইউজিসি থেকে এও জানানো হয় যে, যদি কোনো শিক্ষার্থী ৩০ শে নভেম্বরের আগে ভর্তির প্রকল্প থেকে নিজের নাম সরিয়ে নেয় তাহলে বিশ্ববিদ্যালয় নিজস্ব কারিগরীক মূল্য ১০০০ টাকা বাদে বাকি মূল্যটি ফিরিয়ে দেবে।
[ আরও পড়ুন – উত্তরপ্রদেশে গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানতে স্ত্রীর পেটে ধারাল অস্ত্র চালনা যুবকের! ] সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিএসসি বোর্ড যথাসম্ভব পরীক্ষার্থী দের বার্ষিক ফল বের করে দেন যাতে তারা এই বছর সঠিক সময় থাকতে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারে। সুপ্রিম কোর্টেরনির্দেশ অনুযায়ী ইউজিসি আগামী ২৪ শে সেপ্টেম্বরের আগে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার পেশ করতে পারবে না।
Admission process (to be completed) 31.10.2020Commencement of classes of above students fresh batch (1st semester/1st year)01.11.20202Preparation break 01.03.2021 to 07.03.2021 Conduct of examinations08.03.2021 to 26.03.2021Semester break 27.03.2021 to 04.04.2021Commencement of classes for even semester05.04.2021 Preparation break01.08.2021 to 08.08.2021Conduct of examinations09.08.2021 to 21.08.2021Semester break22.08.2021 to 29.08.2021Commencement of next academic session for this batch30.08.2021
শিক্ষা
ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করলো বোর্ড।
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির জন্য প্রায় একবছর বন্ধ বিদ্যালয়, তবে একে বারে বন্ধ হয়ে যায়নি পঠন পাঠন। ভার্চুয়াল ভাবেই চলছিল শিক্ষার আদান-প্রদান। এবার পরীক্ষা নেওয়ার পালা। কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন থাকায় কবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না। গত সপ্তাহে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় সেই জট কেটেছে। কাজেই আর দেরি না করে প্রকাশ করা হল বোর্ডের পরীক্ষার সূচি।
গত সোমবার সন্ধ্যায় আইসিএসই বোর্ড কর্তৃপক্ষ আগামী পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছেন। ভার্চুয়াল মাধ্যমে না বরং লিখিত মাধ্যমেই হবে এই পরীক্ষা গুলি। মে মাসের ৫ তারিখেই শুরু হচ্ছে দশম শ্রেণির লিখিত পরীক্ষা, চলবে জুন মাসের ৭ তারিখ পর্যন্ত। অন্য দিকে আইএসসি, অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ৮ এপ্রিল, পরীক্ষা শেষ হচ্ছে ১৬ জুন।
দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার মধ্যে কম্পিউটার সায়েন্স পেপার-২ প্র্যাক্টিক্যাল প্ল্যানিং সেশন হবে ৮ এপ্রিল, হোম সায়েন্স পেপার-২ প্র্যাক্টিক্যাল প্ল্যানিং সেশন এবং ইন্ডিয়ান মিউজ়িক কর্নাটকি পেপার-২ প্র্যাক্টিক্যাল হবে ৯ এপ্রিল। বাকি প্র্যাক্টিক্যাল পরীক্ষা গুলোর ক্ষেত্রে বিদ্যালয় গুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে মে মাসের ৩১ তারিখের মধ্যে নিজেদের সুবিধামতো সেই সমস্ত পরীক্ষা নিতে পারবে স্কুলগুলি। পরীক্ষার বিস্তারিত সূচি জানা যাবে বোর্ডের ওয়েবসাইটে (www.cisce.org)।
আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছিলেন, এ বার পরীক্ষা হবে কোভিড-বিধি মেনে। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক ও নিজস্ব স্যানিটাইজ়ার সঙ্গে আনতে হবে। তবে পরীক্ষার্থীরা দস্তানা পড়বেন কি না সেই বিষয়ে কোন নির্দিষ্ট বিধি জানায়নি বোর্ড। এ বিষয়ে ছাত্র ছাত্রীদের স্বাধীনতা দিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে রাখতে হবে জলের বোতলও। এই সমস্ত নিয়ম ছাড়াও আরও বেশকিছু বিধি ঘোষণা করেছে বোর্ড। এবার বন্ধু বান্ধবী মিলে আর টিফিন ভাগ করে খাওয়া যাবে না। পরীক্ষার সরঞ্জাম তথা পেন, স্কেল প্রভৃতি নেওয়া যাবে না অন্যের কাছ থেকে। মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এড়িয়ে যেতেই ব্যবস্থা।
দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। প্রশ্ন পত্র দেওয়া হবে ১০টা ৪৫ মিনিটে। উত্তর লেখা শুরু করতে হবে ১১টা থেকে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে অর্থাৎ ১টা ৪৫ মিনিটে দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্র। লেখা শুরু করা যাবে দুপুর ২টোয়।