Connect with us

দেশ

এসসি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর, তালোজা কারাগার থেকে মুক্তি অর্ণব গোস্বামীর

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে এক সপ্তাহ পরে বুধবার রাতে নাভি মুম্বইয়ের তালোজা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন ত্রাণ পাওয়ার পরে গোস্বামী রাত সাড়ে ৮ টার দিকে কারাগার থেকে বের হন। ২০১৮ সালে একজনের আত্মহত্যা করার ঘটনার উপর ভিত্তি করে মুম্বাই পুলিশ তাকে গ্ৰেপ্তার করেছিল।

৫০,০০০ টাকার বিনিময়ে মুক্তি পান সম্পাদক অর্ণব গোস্বামী। জেল থেকে মুক্তি পাওয়ার পর গাড়ি থেকে বাইরে সমবেত লোকদের কাছে দোলা দিয়েছিলেন তিনি। রাস্তার দুপাশ জুড়ে ছিল গোস্বামীর সমর্থকেরা। গোস্বামী বলেছিলেন যে, ‘তাকে জামিন দেওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ’। গোস্বামী মুম্বই পৌঁছানোর পরে, “এসসি স্পষ্ট করে দিয়েছে যে এটি একটি অবৈধ গ্রেপ্তার ছিল।”

গোস্বামী তার গাড়ির সানরফ থেকে স্লোগান দেওয়া শুরু করলে, সমর্থকদের দূরে রাখতে কারাগারের বাইরে রাস্তার দুপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইনার অন্বেয় নায়েকের আত্মহত্যার অভিযোগে রায়গড় পুলিশ গোস্বামী কে ৪ নভেম্বর গ্রেপ্তার করে নিয়ে গেছিল। প্রাথমিকভাবে রবিবার সকালে তাকে আলিবাগের একটি বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারেও রিমান্ডে পাঠানো হয়েছিল।

এসসি আরও যোগ করেছেন যে, নিম্ন আদালতের অর্ণব গোস্বামীর জামিন প্রত্যাখ্যান করা ভুল ছিল। এবং সুপ্রিম কোর্ট ৫০,০০০ ডলারের বিনিময়ে অর্ণব গোস্বামীকে জামিন দেওয়ার আদেশ দেয়।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচুদ এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের একটি অবকাশ বেঞ্চ বলেছে যে, রাজ্য সরকার যদি ব্যক্তিদের নিজ স্বার্থের দিকে নজর রাখে, তাদের অবশ্যই বুঝতে হবে যে নাগরিকের স্বাধীনতা রক্ষার জন্য শীর্ষ আদালত রয়েছে।

শীর্ষ আদালত এই মামলায় দু’জনকে তথা নীতীশ সারদা এবং ফিরোজ মোহাম্মদ শাইখকে ৫০,০০০ ডলার-এর ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে তারা সাক্ষ্য-প্রমাণে কোনও ছলনা করবেন না এবং তদন্তে সহযোগিতা করবেন।

‘য্যায়সা দিখতা হে, কভি কভি ওয়্যাসা হোতা নেহি’। যেমনটা বলছে পুলিশ সত্যিই কি তাই! ২০১৮ সালে নায়কের আত্মহত্যার জন্য গ্ৰেপ্তার করা হয়েছিল গোস্বামীকে? নাকি কেউ নিজের প্রতিপত্তির জোর খাটিয়ে পুলিশের সাহায্য নিয়ে নিজ প্রতিশোধ নিচ্ছে?

দেশ

কৃষি আন্দোলনে মৃতের তথ‌্য দিতে ব্যর্থ কেন্দ্র, মিলবে না ক্ষতিপূরণও!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু মাস ধরে দেশে চলছে কৃষি আন্দোলন। নতুন কৃষি আইন তুলে নেওয়ার দাবিতেই কৃষকদের এই বিরোধ। নানান সময় কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের আলোচনা সভা হলেও মেলেনি কোন সমাধান। কেন্দ্র বা কৃষক কেওই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়। এই আন্দোলন রুখতে মরিয়া সরকার। কাজের বহু কৃষক নিজেদের প্রাণ ত্যাগ করেছেন এই আন্দোলনে।

কিন্তু দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের কতজন এখনও পর্যন্ত মারা গিয়েছেন সে বিষয়ে কোন নথি নেই মোদি সরকারের কাছে। গত মঙ্গলবার কৃষি মন্ত্রক এমনটাই জানিয়েছে। আন্দোলনে যে সমস্ত কৃষক প্রাণ ত্যাগ করেছেন তাদের কৃষকেরা ‘শহিদ’ বললেও কেন্দ্রের কাছে তারা তা নন। কাজেরই মৃতদের পরিবারকে সরকারের তরফে দেওয়া হবে না কোনও রকম ক্ষতিপূরণ।

মূলত গত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দিল্লি সীমানায় চলতে তাহলে কৃষি আন্দোলন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়-সহ ২৯ সাংসদ বেশ কিছু প্রশ্ন করেন। তাদের সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রের তরফে এই সমস্ত তথ্য গুলি জানানো হয়েছে। শুধু তাই নয়, এখন অব্দি ১১ দফা কেন্দ্র-কৃষি বৈঠক হয়ে গেলেও কতগুলি কৃষি সংগঠন এই আন্দোলনের সাথে যুক্ত সেই বিষয়েও তথ‌্য নেই কেন্দ্র সরকারের কাছে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট