Connect with us

রাজ্য

তৃণমূল-বিজেপি দলীয় কর্মসূচি ঘিরে আসানসোলের বারাবনি বোমা-গুলি!

Published

on

Social Update Bengali News Image
Image Source Indian Express

প্রতিনিধি প্রতিনিধি : দিনের শুরুতেই আসানসোলের বারাবনি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। শাসকদলের ‘দুয়ারে সরকার’ বনাম বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি ঘিরে চরম অশান্তি। দুই রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতি, চলল গুলি, পড়ল বোমা। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। পরে ঘটনা স্থলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার সূত্রপাত শনিবার সকালে, পশ্চিম বর্ধমানের বারানিতে বিজেপির মিছিলে দুষ্কৃতী হামলা ঘিরে। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে বোমা ও গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। ঘটনায় হওয়ায় বোমাবাজিতে আহত হয়েছেন কয়েকজন। বিজেপির দুই কর্মীর পায়ে গুলি লেগেছে বলেও দাবি বিরোধী দলের। বিজেপি কর্মীদের বেশ কয়েকটি মোটরবাইকও পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের গাড়িতে করে গুলিতে আহত দের জেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম স্বপন বাউড়ি ও সাধন রাউত।

শনিবার বারাবনির জামগ্রাম থেকে কাপিস্টা পর্যন্ত বিজেপির মিছিল কর্মসূচি ছিল। তৃণমূল সরকারের বিরুদ্ধে “আর নয় অন্যায়” নামে বিজেপি নেতৃত্বের কর্মসূচিতে হওয়ার কথা ছিল। তার জন্য সকাল থেকে কর্মী, সমর্থকরা জমায়েত হয়েছিলেন জামাগ্রামে। কিন্তু মিছিল শুরুর আগেই বিজেপি কর্মী, সমর্থকদের উপর চলে দুষ্কৃতী হামলা। বিজেপির জেলা সভাপতির দাবি, ‘এই হামলার পিছনে রয়েছে তৃণমূলের মদতপুষ্ট গুন্ডারা’।

আসানসোলের বারাবনিতে মিছিলে নেতৃত্ব দিতে এসেছিলেন জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। মিছিল শুরুর মুখেই বোমাবাজি শুরু হয় এলাকায়। বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। দুজনের পায়ে আঘাত লেগেছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। এরপরেই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।

রাজ্য

চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।

সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।

একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট