রাজ্য
গুরুতর অসুস্থ বুদ্ধদেব বাবু, হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী কে।
নিজস্ব প্রতিনিধি : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বুধবার তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতা গুরুতর হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল বলে আশ্বস্ত করেছেন হাসপাতালের চিকিৎসকেরা।
বুদ্ধদেব বাবুর শ্বাসকষ্টের সমস্যা আজকের নয়। বিগত ১৫ বছর ধরে এই বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডি-র সমস্যা আছে। ঠিক এই কারণেই দীর্ঘ দিন থেকেই তাঁকে অক্সিজেনের সাপোর্ট নিতে হয়ে থাকে। বাড়িতে থাকা কালীন একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে তিনি অসিজেন সাপোর্ট নেন। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বুদ্ধদেব বাবুর চিকিত্সার ব্যবস্থাও করতে চেয়েছিলেন। কিন্তু, বুদ্ধদেব তাতে রাজি হননি।
তাঁর পরিবারের তরফে খবর, এদিন সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হয়ে ওঠে, বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৭০ এর নীচে নেমে যায়। তাঁর চিকিৎসকেরা উনার স্বাস্থ্যের অবনতি দেখে, বাড়িতে রাখার ঝুঁকি নেননি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন তাঁরা। বুধবার বেলা ২.৩০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যেই উডল্যান্ডস হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর চিকিত্সা শুরু হয়েছে। কতগুলি জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোভিড টেস্টও করা হয়। সৌভাগ্যের বিষয় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
রাজ্য
চিটফান্ড-কাণ্ডে এবার পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি!
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা হাজির হলেন পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের বাড়িতে। তল্লাশি চালানোর জন্যেই তাদের ওই বাড়িতে যাওয়া। তবে কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ এটেছেন পিসি সরকারের পরিবারের সদস্যরাও।
সূত্র মারফত জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪টি বাড়ির মধ্যে একটি হল জুনিয়র পিসি সরকারের বাড়ি।
একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জুনিয়র পিসি সরকারের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি, তার বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, শুক্রবার মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। টাওয়ার গ্রুপের সঙ্গে কী ভাবে তার চুক্তি হয়েছিল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।