বিনোদন
মুক্তি পেলো বিজয় সেথুপথির আসন্ন ছবি ‘800’ র প্রথম ঝলক!
নিজস্ব প্রতিনিধি : এম. এস শ্রীপাঠির পরিচালিত বিখ্যাত শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরনের জীবন কাহিনী কেন্দ্রিক আসন্ন ছবি “800” র পোষ্টারটি মঙ্গলবার ইউটিউবের পর্দায় মুক্তি পায়। মুথাইয়া মুরালিধরনের ভূমিকায় সুদক্ষ তামিল অভিনেতা বিজয় সেথুপাথি সাদা জার্সির সঙ্গে পোষ্টারে আবির্ভূত হয়েছেন।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট প্রাপক এই অফব্রেক বোলারের জীবন কাহিনী অভিনেতা বিজয় সেথুপাথি ছবিটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন।নিউজ এজেন্সি পিটিআই র ইন্টারভিউতে মুরালিধরনের জানিয়েছেন, “ছবিটির জন্য বিজয় সেথুপথিকেই সুযোগ্য বলে সবার মনে হয়েছে। তামিল অভিনয়ের জগতে বিজয়কে সবাই খুব পছন্দ করে। অভিনেতা হিসেবে তাঁর সত্যিই কোনো তুলনা নেই। এবং এই ছবিতেও তিনি নিজের সেরাটা দেবেন বলেই আসা করা যায়।”
অভিনেতা বিজয়ের কথায়, “তিনি সত্যিই খুবই ধন্য একজন সুনামধন্য ক্রিকেটারের সঙ্গে সময় কাটিয়ে তার জীবন কাহিনী তারই মুখ থেকে শুনতে পেয়ে। তিনি যেখানেই যান সেখানেই নিজের ব্যাক্তিত্ব এবংআচরণের ছাপ ছেড়ে যান। খুব কম মানুষই আছেন যারা মাঠের বাইরে গিয়ে আসল মুত্তিয়া মুরালিধরন এর সঙ্গে পরিচয় করার সৌভাগ্য পেয়েছে। তার জীবন কাহিনী সবার জানার অধিকার আছে বলে আমি মনে করি”। অবশেষে এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিজয়।
দাস মোশান পিকচার্স এবং মুভি ট্রেন মোশান পিকচার্স দ্বারা প্রযোজিত ছবিটির মিউজিক কম্পজার এর ভূমিকায় স্যাম সি এস নিজের জাদু দেখবেন। এবং চলচ্চিত্র শিল্পী কার হিসেবে আর ডি র কাজ দেখতেপাওয়া যাবে।আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুটিং কার্য শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ভারতবর্ষে শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। সাথে ২০২১ র শেষের দিক করে সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনাও করা হয়েছে। তামিল ছবিটি দক্ষিণ ভারতীয় সমস্ত ভাষা সহ হিন্দি, বাংলা এবং সিঙ্গলি ভাষায় অনুবাদ করে সমস্ত দর্শকের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার কথা দেওয়া হয়েছে।
বিনোদন
ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।
নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।
উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।
উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।
আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।
সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।