Connect with us

বিশেষ

করোনা আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী, গত নভেম্বরে অংশ নিয়েছিলেন ভ্যাকসিনের ট্রায়ালে।

Published

on

Social Update Bengali News Image
Image Source The Quint

নিজস্ব প্রতিনিধি : এখন পর্যন্ত করোনা ভাইরাসকে লাগামে আনা সম্ভব হয়নি। বিশ্ব জুড়ে চলছে ভ্যাকসিন এর অন্তিম পর্যায় এর কাজ। সম্প্রতিক ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে। তাতে অংশ নিয়েছিলেন অনেকেই, হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তাদের মধ্যে অন্যতম। ট্রায়ালের পর সুস্থও ছিলেন তিনি। কিন্তু, শনিবার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দেশবাসীকে জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

বর্তমানে তিনি আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভরতি। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ পর তার কোনও শারীরিক অসুবিধা বা অসুস্থতা দেখা যায়নি। সে দিন ভ্যাক্সিনেশনে অংশগ্রহণের দু’ঘন্টা পর নিজের দপ্তরে গিয়ে কাজও করেছিলেন তিনি।

ভ্যাক্সিনেশন প্রোগ্রামে অংশগ্রহণের সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ভারতীয়দের জন্য এটা গর্বের বিষয় যে ভারত বায়োটেকের মতো স্বদেশীয় সংস্থা এগিয়ে এসেছে করোনা ভ্যাকসিন প্রস্তুতির কাজ। যাতে সাধারণ মানুষের মন থেকে ভ্যাকসিন সংক্রান্ত আতঙ্ক ও সন্দেহ দূর হয় তাই তিনি নিজের স্বেচ্ছাসেবক হিসাবে ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন।

চিন্তার বিষয়, তার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করার পরেও কিভাবে তিনি করোনা আক্রান্ত হলেন? এ বিষয়ে কোন সন্দেহ নেই যে এই ঘটনা সাধারণ মানুষের মনে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। অনিল ভিজ করোনা আক্রান্ত হওয়ার পর ভারত বায়োটেকের ভ্যাকসিন কতটা নির্ভরযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন চিহ্ন থেকেই যায়।

বিশেষ

টিআরপি স্ক্যাম : অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল!

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : সিএএ, এনআরসি হোক বা সুশান্ত সিং মৃত্যু মামলা, উদ্ধব সরকারের সঙ্গে সংঘাত হোক বা টিআরপি কেলেঙ্কারী, গত বছরেই একাধিক বিতর্কে জড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।

বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। গত বছর অক্টোবর মাসে টিআরপি তালিকায় দেশে শীর্ষে থাকা এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং।

[ আরো পড়ুন : গুগলে ‘chutiya news anchor’ লিখলেই সার্চ রেজাল্টে অর্ণব এর নাম!]

তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য অনৈতিকভাবে BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, একাধিকবার বার্ক-প্রধান ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ।

গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মামলায় এক ম্যাজিস্ট্রেট কোর্টে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ‘রিমান্ড নোট’ জমা দেয় মুম্বই পুলিশ। যে অভিযোগনামায় দাবি করা হয়েছে যে, নিজস্ব পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলে টিআরপি এরপর করেছেন।

[ আরো পড়ুন : গুগলে “gujarati actor” লিখলেই সার্চ রেজাল্টে ভেসে আসছে নরেন্দ্র মোদীর ছবি! ]

এবার অর্ণব গোস্বামী এবং বার্কের সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এ অর্ণব গোস্বামীর কিছু বক্তব্যের স্কিনশর্ট টুইটারে শেয়ার করা হয়েছে। সেই চ্যাটে টিআরপি কেলেঙ্কারি সাথে সম্পর্কিত অর্নবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সিইও পার্থ দাশগুপ্ত মুম্বাই পুলিশি জেরায় অর্ণবের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথাও কবুল করেছেন। আর সেই টাকা নিয়েই রিপাবলিক টিভির দর্শক সংখ্যা বাড়াতে তিনি কারচুপি করেছিলেন বলে জানিয়েছিলেন পুলিশকে।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট