ক্রীড়া প্রাঙ্গণ
অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হেরে সিরিজ হাতছাড়া ভারতের।
নিজস্ব প্রতিনিধি : ৩ ম্যাচ এর ওয়ানডে সিরিজ এ প্রথম দু ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলো ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ড এই পুনরায় দ্বিতীয় ম্যাচ খেলে ভারত অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচ ও যেনো প্রথম ম্যাচের এই কপি পেস্ট। পুনরায় ব্যর্থ হয় ভারতের বোলিং লাইনআপ আর আবার বড়ো রান তাড়া করে জিততে ব্যর্থ কোহলি বাহিনী। টস জিতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওয়ার্নাড় আর ফিঞ্চ ব্যাটিং করতে এলে আবার তাদের উইকেট তুলতে ব্যর্থ হয় বুমরা সামিরা। ফিঞ্চ ৬৯ বল এ ৬০ রান করেন অন্যদিকে ওয়ারনাড় করে ৭৭ বল এ ৮৩ রান।
ভারত এই ম্যাচ এ ও ৬তম বোলিং অপশন এর প্রয়োজনবোধ করে। যদিও হার্দিক পণ্ডিয়ে ৪ ওভার বোলিং করে কিন্তু সেটা বিশেষ কাজে লাগেনি টিম ইন্ডিয়ার। ওপেনার ব্যাটসম্যানরা ফেরত গেলে স্টিভ স্মিথ আবার দুরন্ত ব্যাটিং করেন। সাথে লাবাসানে ও ম্যাক্সওয়েল ও ঝড়ো ইনিংস খেলেন। স্মিথ করে ৬৪ বল এ ১০৪ ও লাবুসানে করে ৬১বল এ ৭০ রান। এর পর ম্যসওয়েল করে ২৯ বল এ ৬৩ রান। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ এর সামনে বিদ্ধস্ত হতে হয় সমি বুমরহ কে।
৩৯০ রানের বড়ো টার্গেট তারা করেতে নেমে প্রথম এ ভালো শুরু করলেও বড়ো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি ময়ানক আগরওয়াল ও শিখার ধাওয়ান। এর পর ক্যাপ্টেন বিরাট কহেলি ও শ্রেয়াশ আইয়ার পার্টনারশিপ এর চেষ্টা করলেও পুনরায় শর্ট বল খেলতে গিয়ে আউট হতে হয় আইয়ারকে। কে এল রাহুল ও বিরাট এর পর টিম ইন্ডিয়াকে কিছুটা লড়াই এ বাঁচিয়ে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। বিরাট করে ৮৭ বল এ ৮৯ ও রাহুল করে ৬৬ বল এ ৭৬ রান। এর পর ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
এই ওয়ানডে সিরিজ এর শেষ খেলা হবে ২ রা ডিসেম্বর, মানুকা অভাল এ।
ক্রীড়া প্রাঙ্গণ
মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় রাহানের নেতৃত্বাধীন ভারতের।
বিক্রম দাঁ : অ্যাডিলেড টেস্ট ম্যাচে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল ভারতীয় দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ছিলেন না প্রথম দলের চার তারকা। আর মেলবোর্নে ভারতের রেকর্ডও খুব একটা সুখকর ছিল না। কিন্তু এ হেন প্রতিকূলতার মধ্যেই অজিঙ্কে রাহানের ভারত দেখিয়ে দিয়েছে, এভাবেও ফিরে আসা যায়।
বক্সিং ডে টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে যেন রূপকথার কাহিনি লিখে ফেলেছে টিম ইন্ডিয়া। তাই এই টেস্ট জয়ের স্বর্ণ পদক তার এই প্রাপ্য। অনবদ্য ঠান্ডা মাথার অধিনায়কত্ব হোক, কিংবা ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, দ্বিতীয় টেস্টে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আজিংকে রাহানে । তাই এদিন টুইট করে ক্যাপ্টেন বিরাট কোহলিও রানের প্রশংসায় পঞ্চমুখ।
ম্যাচের আগে বিরাট বা সামির অনুপস্থিতি হোক বা খেলা চলাকালীন উমেশ যাদব এর ছোট হাওয়ার পরেও বোলিং ম্যানেজমেন্ট হোক সব দিকেই দারুন প্রতিভার পরিচয় দিয়েছে জিংকস। তবে এই ম্যাচ জেতার পর অধিনায়ক দলের ডেবিউ টান্টস সিরাজ আর শুভমণ এর অসাধারণ পারফরমেন্স এর কথা বলেছেন। আর বলবেননাই বা কেনো? ইশান্ত শর্মা ছিলেন না টেস্ট এ সেই জন্য তৃতীয় সিম বোলার হিসেবে যাদব সুযোগ পায়। তাতেই ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টকে দুর্বল বলেছিলেন অনেক ক্রিকেটর।
সমি দল থেকে বেরিয়ে গেলে সেখানে সিরাজ এর নতুন ও পুরনো বলে উইকেট নেওয়া র দক্ষতাই দারুন কাজে এসেছে ভারতের। এর পর গিল , আসন্ন দশ বছরে ব্যাটিং এ যে গিল এর রাজত্ব চলতে পারে এমনটা অনেক ক্রিকেটার বলছেন। যেমন টেকনিক তেমন শর্ট সিলেকশন । ভারতীয় ব্যাটিং এর ভবিষ্যত যে বেশ উজ্জ্বল তা বেশ পরিস্কার।
কোহলির নেতৃত্বেই প্রথম ম্যাচে লজ্জার সেই রেকর্ডটি করতে হয়েছে ভারতকে। তারপর আবার পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন বিরাট। মেলবোর্ন টেস্টের আগে দল ছিল ছত্রভঙ্গ। ৪-০ তে হারের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছিল দলকে। সেই আশঙ্কাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেলবোর্নে জয়ের শিরোপা উঠেছে ভারতের মাথায়। ক্যাপ্টেন কোহলি তাই বলছেন,”কী অসাধারণ জয়! গোটা দলের পারফরম্যান্স অনবদ্য। ছেলেদের জন্য অত্যন্ত খুশি। বিশেষ করে রাহানের জন্য। এর চেয়ে খুশির খবর হতে পারে না। এরপর আমাদের শুধু উপরের দিকে ওঠার পালা।