বিনোদন
তবে কি ডার্ক চরিত্রদের জায়গা ডিজিটাল প্লাটফর্ম এই?
নিজস্ব প্রতিনিধি : সমগ্র বিশ্বের দরবারে সমালোচিত ডিসি জগতের সৃষ্টি ‘জোকার’ ভারতীয় টিভিতে সম্প্রচারিত হবে না জানিয়ে দিয়েছে সিবিএফসি এর কর্তারা। জোকার চরিত্রটির অন্ধকার দিকটি খুবই নিখুঁত ভাবে কালো গোলাপের ন্যায় প্রস্ফুটিত করা হয়েছে। ডিসি সুপার ভিলেন সিরিজের এই চলচ্চিত্রটি এক ধরণের হিংস্রতা কে তুলে ধরেছে যা না দেখলে বলা দায় কিন্তু সেই হিংস্রতা কখনোই ‘গৌরবান্বিত’ করা হয়নি। কিন্তু তার সম্প্রচার শুধু মাত্র আটকে রয়েছে আমাজন প্রাইম এর অনলাইন পর্দায়।
সেন্ট্রাল বোর্ড অফ্ ফিল্ম সার্টিফিকেশন থেকে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দের জন্যই ছবিটি ধার্য করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে ছবিটিকে ভারতীয় টেলিভিশন এর পর্দায় তুলে আনতে নাকচ জানানো হয়। গত মাসে, ফিল্ম সার্টিফিকেশন অ্যাপেলেট ট্রিবুনাল (FCAT) নিজের শেষ সিদ্ধান্ত দ্বারা স্পষ্ট জানিয়ে দেন যে, ছবিটি তীব্র হিংস্রতা কে ফুটিয়ে তুলছে যা ১৮ বছরের নিচে থাকা নাবালক শিশুদের মানসিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট। তার জন্য এটিকে A সার্টিফিকেশন দ্বারা ধার্য করা হয়েছে।
প্রাপ্তবয়স্ক সার্টিফিকেশন দ্বারা ধার্য ছবি কখনোই ভারতীয় টেলিভিশন চ্যানেল এ সম্প্রচারিত হয় না। সমস্ত দেশের নিজস্ব কিছু বিধি নিষেধ আরোপিত আছে যা লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হয়। টার্নার নামক একটি ব্রডকাস্টিং কোম্পানি মে মাসে জোকার সিনেমাটির ৫৮ টি দৃশ্য বাদ দিয়ে একটি এক্সিবিশন দ্বারা সমাজের সামনে তুলে আনার চেষ্টা CBFC কে জানায়। কিন্তু তার এই প্রচেষ্টা CBFC নাকচ জানিয়ে বলেন যে, একটি অন্ধকার, ক্ষিপ্ত, বিরক্তিকর, হিংস্রতায় পরিপূর্ণ একটি চরিত্র শুধুমাত্র মানসিক ভারসাম্যহীন অপরাধী ভিত্তিক সভাবকেই ফুটিয়ে তুলতে পারে, যা সমাজে থাকা শিশুদের পক্ষে ক্ষতিকারক।
এতকিছুর পরও ও ভেনিকা ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষ্যে জোকার সিনেমাটি আগের বছর সেরা গোল্ডেন লায়ন পুরস্কারটি পায়। সাথে সিনেমার যে মূল অভিনেতা ‘হোয়াকিন ফিনিক্স’ এর সেরা অভিনেতা অস্কার পুরস্কার প্রাপ্তি ঘটে।
এপ্রিল মাস থেকে জোকার নামক এই বহুল প্রচলিত ছবিটি আমাজন এর পর্দায় বেশ রমরমিয়েই চলছে। এখন কথা হলো গিয়ে এই সমস্ত অনলাইন প্লাটফর্ম গুলি নিজস্ব সেল্ফ রেগুলেশন অ্যাক্ট মেনে বরাবর কাজ করে এসেছে। ফলে অরিজিনাল সিনেমা গুলি সাবস্ক্রিপশন এর পরই কোনরকম দৃশ্য কাটা কুটি ছাড়াই জনগণ অনায়াসে দেখতেও পারছে। এবার টেলিভিশন এবং অনলাইন প্লাটফর্ম গুলির মধ্যে বেশ কিছু তফাৎ লক্ষ্যনীয়। যেখানে টিভি খুললেই মনের মত যে কোনো চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায়। সেখানে, অনলাইন প্লাটফর্ম এ প্রাপ্তবয়স্ক দের জন্য সংগৃহীত চলচ্চিত্রগুলি নির্দিষ্ট বয়সসীমা সাথে বিষয়বস্তুর বর্ণনামূলক কিছু সূচি উল্লেখ করা থাকে। ফলে তা সবার পক্ষে দেখা ও সম্ভব নয়।
শীঘ্রই নরেন্দ্র মোদী সরকার শ্যাম বেনেগাল দ্বারা সুপারিশ করা CBFC র নিয়ম পুননির্মাণ করার কথা ভাবছেন।
বিনোদন
ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।
নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।
উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।
উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।
আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।
সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।