Connect with us

প্রযুক্তি

ব্যাঙ্গালুরুতে রোবটিক্স ল্যাব স্থাপন করবে নোকিয়া।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

 • ভারতে 5G ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রসার ঘটাতে সহযোগিতা করবে নোকিয়া

• নোকিয়া, রোবট এবং মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক উন্নয়নের দিকে বিশেষ সাহায্য করবে 

নিজস্ব প্রতিনিধি : নোকিয়া খুব শীঘ্রই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স (IISc), বেঙ্গালুরু – তে এক রোবটিক্স ল্যাব স্থাপন করতে চলেছে। সমজের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত তথ্য প্রযুক্তির নানান বিষয়ে যেমন 5G প্রভৃতি সম্পর্কে এই ল্যাবে গবেষণা করা হবে, গত মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে নোকিয়ার তরফ থেকে। সামাজিক ক্ষেত্রের বিকাশের জন্য, উন্নত যোগাযোগ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইমারজেন্সি ব্যবস্থাপনা, কৃষিকার্য এবং অটমেশন ইন্ডাস্ট্রি সাথে যুক্ত নানান গবেষণার প্রসার ঘটাতে সহযোগিতা করবে এই নোকিয়া সেন্টার অফ্ এক্সেলেন্স (CoE)।

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান চর্চার ভারতের অন্যতম পীঠস্থান হল এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স, কাজেই এই প্রতিষ্ঠানের সাথে নোকিয়ার গাটছড়া ভারতে প্রযুক্তি বিজ্ঞানের এক যুগান্তকারী অধ্যায়। কৃষি ক্ষেত্রে জলের অপচয় রোধ করা এবং চাষীদের সাথে নানান বিষধর কীটনাশকের সরাসরি সংস্পর্শ রোধে ড্রোনের মাধ্যমে কিভাবে কৃষিকার্যে আমূল পরিবর্তন আনা যায় তা এই CoE এর অন্যতম উদ্দেশ্য। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে 5G প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দ্রুত সাহায্য সাহায্য পৌঁছে দেওয়া যাবে সেটিও তাদের গবেষণার আওতায় পড়ে। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে রোবট এবং মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে।

এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার নানান দিকে নোকিয়ার মত কম্পানি যে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছে তা যদি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এর নতুন রোবটিক্স ল্যাবসঠিকভাবে কাজে লাগাতে পারে তবে ভারতের প্রযুক্তি বিজ্ঞানের এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

প্রযুক্তি

‘100% নিশ্চিত থাকতে পারেন’, ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে জানালো হোয়াটসঅ্যাপ!

Published

on

Social Update Bengali News Image
Image Source Pixabay

নিজস্ব প্রতিনিধি : বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ আনকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তথ্য আদান-প্রদানের ভাল মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপ-এর প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক হল, আপনার মোবাইল নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিময়ের প্রকৃতি, লেনদেনের তথ্য, লোকেশন হিস্ট্রি এবং আরও একাধিক তথ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তুলে দিতে পারে Facebook-কে।

Social Update Bengali News Image
Image Source Twitter

হোয়াটসঅ্যাপের নতুন পলিসি তে সম্মতি আপনি এখনই বা পরে জানাতে পারেন। কিন্তু ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্মতি না দিলে এই অ্যাপের পরিষেবা আর পাবেন না। হোয়াটসঅ্যাপ ইউজার প্রাইভেসি পলিসি বদল সংক্রান্ত নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফেরাতে শুরু করেছেন গ্রাহকরা। এবার সেই বিতর্কের মাঝেই হোয়াটসঅ্যাপ মুখ খুলল।

এদিন হোয়াটসঅ্যাপের তরফে একটি ট্যুইট করে বলা হচ্ছে, ‘বাজারে গুজব রটছে, আর তার উত্তরে আমরা জানাতে চাই যে, এন্ড টু এন্ড এনক্রিপশনে আপনার গোপন মেসেজ যে WhatsApp সুরক্ষিত রাখবে সে বিষয়ে 100% নিশ্চিত থাকতে পারেন।’ তাদের দাবি হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজ থেকে শুরু করে গ্রুপ চ্যাট, কন্ট্যাক্টস, কলস, এবং ডেটা সবই সুরক্ষিত থাকবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ যেখানে বলছে গ্রাহকের সব তথ্য নিরাপদেই রয়েছে, তা সত্ত্বেও তো Google সার্চে তথ্য ফাঁস হচ্ছে গ্রাহকদের। WhatsApp-এর জবাব, আপনারা চাইলে মেসেজ তো অদৃশ্যও করে দিতে পারেন ডিসঅ্যাপিয়ার মেসেজ (disappear messages) ফিচারের সাহায্যে, তাই ইউজারের তথ্য ফাঁস করে দেওয়ার কোনও প্রশ্নই ওঠা উচিত নয়।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট