Connect with us

বিনোদন

সাত মাস পর শুরু হচ্ছে রাজামৌলীর আসন্ন ছবির শুটিং।

Published

on

Social Update Bengali News Image
Image Source Wikimedia

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ৭ মাসের টানা প্রতীক্ষার আজ অবসান ঘটতে চলেছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচালক এস এস রাজামৌলি তার পরিচালিত RRR এর শুটিং কার্য অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা জানিয়েছেন।

১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ছোটো ভিডিও ইউটিউবের পর্দায় সম্প্রচার করে দর্শকদের সামনে স্টুডিওর বেশ কিছু দৃশ্যের প্রকাশ ঘটিয়েছেন তিনি, যেখানে সমস্ত রকম বিধি নিষেধ মেনে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছরই তার নতুন কিছু সৃষ্টির ছোঁয়া থেকে দর্শকগণ যেমন বঞ্চিত হননা, এবারও হবেন না বলে তিনি আশা রাখেন। বিশাল বাজেট সম্পন্ন ‘বাহুবালি’ পর RRR র মাধ্যমে আবারো মঞ্চ কাঁপাতে তিনি উঠে পড়ে লেগেছেন।

এবার তার ছবিতে আলো করে দুই শক্তিশালী তারকার প্রবেশ ঘটতে দেখা যাবে। রাম চরণ , রামারাজুর ভূমিকায় এবং জুনিয়র NTR, কোমারাম ভীম এর চরিত্রে অভিনয় করবেন। বলিউড এর জগতে নামকরা অভিনেত্রীআলিয়া ভাট কে সিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি রাম চরণের সঙ্গিনী রূপে প্রকট হবেন। এছাড়া রয়েছেন অজয় দেবগন যিনি রাম চরণ ওরফে রামারাজুর পরামর্শদাতা হিসেবে অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে অ্যালিসন ডুডি,রায় স্টিভেনসন,অলিভিয়া মরিস অভিনয় করতে দেখা যাবে।

গত ২৭ এ মার্চ রাম চরণ এর জন্মদিনে ছবিতে রামারাজু চরিত্র টির ফার্স্ট লুক প্রকাশিত হয়। তারপর সমগ্র টিম আশা করেছিলেন জুনিয়র NTR র কোমারাম ভীমের চরিত্রটি তার জন্মদিনের দিন প্রকাশ করাহবে কিন্তু কোরোনা মহামারীর ভয়াবহ প্রকোপের ফলে সেটা পিছিয়ে অক্টোবরের ২২ তারিখে ঠিক করা হয়। নতুন করে আবার সেটে ফিরে আসতে পেরেই অভিনেতাদের উৎসাহের শেষ নেই। তার ওপর এতটা ভালোবাসার জন্য সত্যিই খুব খুশি জুনিয়র NTR। একটি টুইট দ্বারা তিনি তার খুশি ব্যক্ত করেছেন। টুইটারে Rested. Recharged. Raring to . And that now how #We RRR back!! – এই বার্তার সাথে খুশি ব্যক্ত করেছেন।রাজমৌলির নতুন কল্পকাহিনীটি ভারতে স্বাধীনতার আগে দুই তেলেগু বীর যোদ্ধাকে নিয়ে নিয়ে রচিত। ডিভিভি দানাইয়া দ্বারা প্রযোজিত ছবিটির আসন্ন বাজেট ৪৫০ কোটি টাকা ধরা হচ্ছে।

আসন্ন ছবিটি ১০ টি ভাষায় সিনেমা হলে প্রচারিত হবে বলে জানানো হয়। ২০২১ সালে জানুয়ারির ৮ তারিখে ছবিটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। বাহুবলির মতো এই ছবিটিও বক্স অফিসে ঝড় তুলে দেবে আশা করা যায়।

বিনোদন

ডিজিটাল মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : এই সংকটকালীন মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম কেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের চাবিকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টে নাগাদ ভার্চুয়ালের মধ্য দিয়ে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে প্রকাশ পায়। অনুষ্ঠানের সূচনা পর্বে শাহরুখ খান ও সম্মিলিত ছিলেন।

উৎসবটি প্রতিবারের মতো এবারও নিজের পরিসর এবং খ্যাতি বিরাজ করে অনলাইনে নিজের জায়গা করে নিয়েছে। বছরের শেষ দিক করে প্রতিবছর উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু অতিমারির কারণে এবার জানুয়ারি মাসে টানলেও নিজের কোনো রকম ত্রুটি রাখে নি। ৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র এবার উৎসবে দেখানো হবে।

উৎসবটির সূচনা পর্বে থাকবে বিশেষ চমক। ‘অপুর পাঁচালি’র হাত ধরে ঘটবে এর শুভ সূচনা। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানিয়ে তার মোট ৯ টি ছবি দেখানো হবে। ৮ টি প্রেক্ষাগৃহ মিলিয়ে জোর কদমে মেতে উঠবে এই চলচ্চিত্র উৎসব।

আন্তর্জাতিক বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসবটিতে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ গিতাইয়ের ছবি নিয়ে অনেকেই কল্পনাপ্রবণ । কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকবে। সাথে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’ ও থাকবে । ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ দেখতে আগ্রহী অনেকেই।

সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। দেরি করে হলেও উৎসবে মেতে ওঠার কোনো খামতি চোখে পড়বে না বলে মুখ্যমন্ত্রীর দাবি। অনলাইনের মাধ্যমে টিকিটের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন হয়েছে। টুইটারের মাধ্যমে দিদি জানিয়ে দিয়েছেন যে, আমাদের একসঙ্গে মিলে এই অতিমারি জয় করতে হবে কিন্তু তার মধ্যে উদযাপন ও থেমে থাকবে না। ২০২০ তে চলে যাওয়া বহু শিল্পীদের স্মৃতিচারণ করা হবে সাথে তাদের শ্রদ্ধা জানানো হবে। মাস্ক এবং স্যানিটাইজারকে একমাত্র সম্বল বানিয়ে হাজারো সিনেমাপ্রেমী জনতা ডিজিটালে র সঙ্গে পা মেলাতে এবার প্রস্তুত।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট