Connect with us

শিক্ষা

২৪ নয় ২-৩ ঘন্টার মধ্যে দিতে হবে পরীক্ষা, বার্তা ইউজিসির!

Published

on

Social Update Bengali News Image
Image Source Pixabay

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে বসেই পরীক্ষা দেওয়া যাবে। সময়সীমা ২৪ ঘন্টা। তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা নিয়ে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল একাধিক বিশ্ববিদ্যালয়। তবে ইউজিসির বার্তায় সৃষ্টি হয়েছে এক নতুনজটিলতা। ২-৩ ঘন্টার বেশি পরীক্ষা নেওয়া যাবে না। এমনটাই জানিয়েছে ইউজিসি।

করোনা আবহের জন্য তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। বহু রাজ্য দাবি করেছিল বাতিল করে দেওয়া হোক তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। কিন্তু ইউজিসি জানিয়ে দিয়েছিল যে বিনা পরীক্ষায় কাউকে পাশ করানো যাবে না। পরীক্ষা দিতেই হবে। সুপ্রিম কোর্টেও এ বিষয়ে কিছুদিন মামলা চলে। হাইকোর্ট রায় দেয় যে, বিনা পরীক্ষায় কাউকে স্নাতক বলে গণ্য করা হবে না। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া।

সুপ্রিম কোর্টের এরূপ ঘোষণার পর থেকেই, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত গ্ৰহণ করেছিল যে, বাড়িতে বসেই অনলাইনে পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করে পরীক্ষা দেওয়া যাবে এবং পরীক্ষার পর উত্তরপত্র অনলাইনে আপলোড করে দিতে পারবে পরীক্ষার্থীরা। এইজন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২৪ ঘন্টা। কিন্তু ইউজিসি জানিয়ে দেয় যে, ২-৩ ঘন্টার বেশি সময় ধরে পরীক্ষা নেওয়া যাবে না। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য আধঘন্টা সময় দেওয়া হবে। তাঁর বেশি সময় হলে সেটা পরীক্ষা বলে গণ্য করা হবে না। ইউজিসির এমন বার্তায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয়গুলি।

ইউজিসি থেকে এমন বার্তা পাওয়ার পরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিজ এবং স্নাতকোত্তরের ফ্যাকাল্টি কাউন্সিলের জরুরি বৈঠক বসে। সূত্র মারফত জানা গেছে, সেখানে সিদ্ধান্ত হয়, ইউজিসির বিধি মেনেই ২-৩ ঘন্টার মধ্যে পরীক্ষা নেওয়া হবে। যদিও এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রতিক্রিয়া মেলেনি।

শিক্ষা

ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করলো বোর্ড।

Published

on

Social Update Bengali News Image
Image Source Twitter

নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির জন্য প্রায় একবছর বন্ধ বিদ্যালয়, তবে একে বারে বন্ধ হয়ে যায়নি পঠন পাঠন। ভার্চুয়াল ভাবেই চলছিল শিক্ষার আদান-প্রদান। এবার পরীক্ষা নেওয়ার পালা। কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন থাকায় কবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না। গত সপ্তাহে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় সেই জট কেটেছে। কাজেই আর দেরি না করে প্রকাশ করা হল বোর্ডের পরীক্ষার সূচি।

গত সোমবার সন্ধ্যায় আইসিএসই বোর্ড কর্তৃপক্ষ আগামী পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছেন। ভার্চুয়াল মাধ্যমে না বরং লিখিত মাধ্যমেই হবে এই পরীক্ষা গুলি। মে মাসের ৫ তারিখেই শুরু হচ্ছে দশম শ্রেণির লিখিত পরীক্ষা, চলবে জুন মাসের ৭ তারিখ পর্যন্ত। অন্য দিকে আইএসসি, অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ৮ এপ্রিল, পরীক্ষা শেষ হচ্ছে ১৬ জুন।

দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার মধ্যে কম্পিউটার সায়েন্স পেপার-২ প্র্যাক্টিক্যাল প্ল্যানিং সেশন হবে ৮ এপ্রিল, হোম সায়েন্স পেপার-২ প্র্যাক্টিক্যাল প্ল্যানিং সেশন এবং ইন্ডিয়ান মিউজ়িক কর্নাটকি পেপার-২ প্র্যাক্টিক্যাল হবে ৯ এপ্রিল। বাকি প্র্যাক্টিক্যাল পরীক্ষা গুলোর ক্ষেত্রে বিদ্যালয় গুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে মে মাসের ৩১ তারিখের মধ্যে নিজেদের সুবিধামতো সেই সমস্ত পরীক্ষা নিতে পারবে স্কুলগুলি। পরীক্ষার বিস্তারিত সূচি জানা যাবে বোর্ডের ওয়েবসাইটে (www.cisce.org)।

আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছিলেন, এ বার পরীক্ষা হবে কোভিড-বিধি মেনে। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক ও নিজস্ব স্যানিটাইজ়ার সঙ্গে আনতে হবে। তবে পরীক্ষার্থীরা দস্তানা পড়বেন কি না সেই বিষয়ে কোন নির্দিষ্ট বিধি জানায়নি বোর্ড। এ বিষয়ে ছাত্র ছাত্রীদের স্বাধীনতা দিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে রাখতে হবে জলের বোতলও। এই সমস্ত নিয়ম ছাড়াও আরও বেশকিছু বিধি ঘোষণা করেছে বোর্ড। এবার বন্ধু বান্ধবী মিলে আর টিফিন ভাগ করে খাওয়া যাবে না। পরীক্ষার সরঞ্জাম তথা পেন, স্কেল প্রভৃতি নেওয়া যাবে না অন্যের কাছ থেকে। মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এড়িয়ে যেতেই ব্যবস্থা।

দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। প্রশ্ন পত্র দেওয়া হবে ১০টা ৪৫ মিনিটে। উত্তর লেখা শুরু করতে হবে ১১টা থেকে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে অর্থাৎ ১টা ৪৫ মিনিটে দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্র। লেখা শুরু করা যাবে দুপুর ২টোয়।

Continue Reading
Advertisement
Advertisement
Advertisement e

আমাদের ফেসবুকে পেজ লাইক করুন

Advertisement
Advertisement

জনপ্রিয় পোস্ট