শিক্ষা
CSIR UGC-NET June 2020 : পুননির্ধারিত পরীক্ষা সূচী প্রকাশ
নিজস্ব প্রতিনিধি : ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জয়েন্ট CSIR UGC NET, জুন ২০২০-র দিন পুনর্নির্ধারণ করেছে। নতুন সময় অনুসারে, CSIR UGC-NET June 2020 পরীক্ষা ১৯, ২১ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বসূচি অনুযায়ী ২১, ২২, ২৩ অক্টোবর UGC-NET 2020 পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর কারণে পরীক্ষা পিছিয়ে যায়। তৃণমূলের দাবি, তাঁদের আবেদনে সাড়া দিয়েই নেট পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছিল কেন্দ্র।
প্রসঙ্গত, দুর্গাপুজোর মধ্যে নেট পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় সরব হয় তৃণমূল। দিন বদলের দাবি তুলে সংসদেও সরব হন তৃণমূল সাংসদরা। পাশাপাশি দুর্গাপুজোর মধ্যে UGC-NET 2020 পরীক্ষার সূচি বদলানোর আর্জি জানিয়ে NTA-এ কে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শুধু তাই নয়, নিজের টুইটারে এ বিষয়ে সরব হয়েছিলেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সমস্ত দিক বিচার করে নভেম্বর মাসে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। NTA এর সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক প্রার্থীর অধ্যয়নের আগ্রহ দেখে স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) বিভিন্নপ্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রকের প্রস্তাবে সম্মত হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যাডমিট কার্ডের মধ্যেই পরীক্ষার রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, তারিখ, শিফট ও সময় দেওয়া থাকবে।
বিস্তারিত তথ্যের জন্য জয়েন্ট CSIR-UGC NET, জুন, ২০২০-এর ওয়েবসাইট csirnet.nta.nic.in ও www.nta.ac.in দেখার নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষা সংক্রান্ত তথ্য:• পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে।• ৩টি ভাগে পরীক্ষা হবে। সমস্ত বিভাগেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল প্রশ্ন থাকবে। প্রতিটি প্রার্থীকে রোল নম্বর নির্দেশক একটি কম্পিউটার টার্মিনাল দেওয়া হবে। প্রার্থীদের কেবলমাত্র তাদের বরাদ্দ কম্পিউটারে বসতে হবে। কোনও প্রার্থীই পরীক্ষার হল বা ঘর, বা কম্পিউটার বদল করতে পারবেন না। অন্যথায় প্রার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
শিক্ষা
ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করলো বোর্ড।
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির জন্য প্রায় একবছর বন্ধ বিদ্যালয়, তবে একে বারে বন্ধ হয়ে যায়নি পঠন পাঠন। ভার্চুয়াল ভাবেই চলছিল শিক্ষার আদান-প্রদান। এবার পরীক্ষা নেওয়ার পালা। কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন থাকায় কবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না। গত সপ্তাহে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় সেই জট কেটেছে। কাজেই আর দেরি না করে প্রকাশ করা হল বোর্ডের পরীক্ষার সূচি।
গত সোমবার সন্ধ্যায় আইসিএসই বোর্ড কর্তৃপক্ষ আগামী পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছেন। ভার্চুয়াল মাধ্যমে না বরং লিখিত মাধ্যমেই হবে এই পরীক্ষা গুলি। মে মাসের ৫ তারিখেই শুরু হচ্ছে দশম শ্রেণির লিখিত পরীক্ষা, চলবে জুন মাসের ৭ তারিখ পর্যন্ত। অন্য দিকে আইএসসি, অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ৮ এপ্রিল, পরীক্ষা শেষ হচ্ছে ১৬ জুন।
দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার মধ্যে কম্পিউটার সায়েন্স পেপার-২ প্র্যাক্টিক্যাল প্ল্যানিং সেশন হবে ৮ এপ্রিল, হোম সায়েন্স পেপার-২ প্র্যাক্টিক্যাল প্ল্যানিং সেশন এবং ইন্ডিয়ান মিউজ়িক কর্নাটকি পেপার-২ প্র্যাক্টিক্যাল হবে ৯ এপ্রিল। বাকি প্র্যাক্টিক্যাল পরীক্ষা গুলোর ক্ষেত্রে বিদ্যালয় গুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে মে মাসের ৩১ তারিখের মধ্যে নিজেদের সুবিধামতো সেই সমস্ত পরীক্ষা নিতে পারবে স্কুলগুলি। পরীক্ষার বিস্তারিত সূচি জানা যাবে বোর্ডের ওয়েবসাইটে (www.cisce.org)।
আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছিলেন, এ বার পরীক্ষা হবে কোভিড-বিধি মেনে। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক ও নিজস্ব স্যানিটাইজ়ার সঙ্গে আনতে হবে। তবে পরীক্ষার্থীরা দস্তানা পড়বেন কি না সেই বিষয়ে কোন নির্দিষ্ট বিধি জানায়নি বোর্ড। এ বিষয়ে ছাত্র ছাত্রীদের স্বাধীনতা দিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে রাখতে হবে জলের বোতলও। এই সমস্ত নিয়ম ছাড়াও আরও বেশকিছু বিধি ঘোষণা করেছে বোর্ড। এবার বন্ধু বান্ধবী মিলে আর টিফিন ভাগ করে খাওয়া যাবে না। পরীক্ষার সরঞ্জাম তথা পেন, স্কেল প্রভৃতি নেওয়া যাবে না অন্যের কাছ থেকে। মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এড়িয়ে যেতেই ব্যবস্থা।
দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। প্রশ্ন পত্র দেওয়া হবে ১০টা ৪৫ মিনিটে। উত্তর লেখা শুরু করতে হবে ১১টা থেকে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে অর্থাৎ ১টা ৪৫ মিনিটে দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্র। লেখা শুরু করা যাবে দুপুর ২টোয়।